আসছে ‘লুসি টু’

আরও একবার অতিমানবী রূপে দেখা যেতে পারে অভিনেত্রী স্কারলেট জোহানসনকে। ২০১৪ সালে মুক্তি পাওয়া জোহানসন অভিনীত সাই-ফাই সিনেমা ‘লুসি’র সিকুয়ালের কাজে হাত দিয়েছেন নির্মাতারা। 

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 10:24 AM
Updated : 28 June 2015, 10:24 AM

সম্প্রতি সিনেইউরোপ অনুষ্ঠানে ‘লুসি টু’সহ আরও কয়েকটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে ফিল্ম কোম্পানি ইউরোপা কর্প। 

অবশ্য এবারের পর্বে জোহানসন ফিরছেন কি না, তা এখনও নিশ্চিত করেনি প্যারিসভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা মনে করছেন, জোহানসনের ফেরার উপর নতুন সিনেমাটির ব্যবসায়িক সাফল্য অনেকটাই নির্ভর করছে।
 
‘লুসি টু’ ছাড়াও যেসব সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে ইউরোপা কর্প, তার মধ্যে আছে জোয়ি সালডানা অভিনীত ২০১১ সালের সিনেমা ‘কলাম্বিয়ানা’র সিকুয়াল। এছাড়া থাকছে ‘টোয়াইস’, ‘দ্য কাওয়াসাকি সিনড্রোম’, ‘সি অ্যাট ওয়ার’, ‘ডিএনএ’, ‘সেন্টেন্স’ এবং ‘আন্ডারগ্রাউন্ড’। 

‘লুসি’র কাহিনি গড়ে উঠেছে এক নারীকে নিয়ে, যিনি ঘটনাক্রমে এক মাদক পাচার চক্রের হাতে পড়ে যান। শরীরের ভেতরে মাদক পাচারের সময় মাত্রাতিরিক্ত মাদক তার রক্তে মিশে যায়, যার ফলে নিজের মস্তিষ্ককে শতভাগ ব্যবহার করার ক্ষমতা লাভ করেন তিনি। 

এতে জোহানসনের সঙ্গে অভিনয় করেছিলেন মরগান ফ্রিম্যান, অ্যানালেই টিপটন, চোই মিন সিক এবং আমর ওয়াকেদ।