সত্যজিৎ রায়ের সহধর্মিনীর দেহাবসান

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন পরিচালক সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়। মঙ্গলবার কলকাতার এক নার্সিং হোমে ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2015, 08:16 AM
Updated : 3 June 2015, 08:16 AM

তিনি রেখে গেছেন এক ছেলে সন্দীপ রায়, পুত্রবধূ ললিতা এবং একমাত্র নাতি সৌরদীপকে।

বেল ভ্যু ক্লিনিকের প্রধান জানান, শনিবার দুপুরে তাদের হাসপাতালে ভর্তি হন নিউমোনিয়া আক্রান্ত বিজয়া। মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি।

হাসপাতালে ভর্তি হবার পরও অবস্থার উন্নতি না হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বিজয়াকে।

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী বিজয়া তার জ্ঞাতি ভাই সত্যজিৎকে বিয়ে করেন ১৯৪৯ সালে।

বলা হয়, সত্যজিতের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন বিজয়া। ‘পথের পাঁচালী’ সিনেমার শুটিংয়ের সময় টাকা ফুরিয়ে গেলে স্বামীর সাহায্যে এগিয়ে আসেন তিনি। নিজের গহনা বন্ধক রেখে টাকার ব্যবস্থা করেছিলেন বিজয়া। এমনকি সত্যজিতের সিনেমার প্রতিটি চিত্রনাট্য সবার আগে তিনিই পড়তেন।

১৯৪৪ সালে মুক্তি পাওয়া 'শেষ রক্ষা' সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমায় তিনি প্লেব্যাকও করেন। সত্যজিৎ রায়কে নিয়ে তার লেখা আত্মজীবনীমূলক বই 'আমাদের কথা' বেশ সমাদৃত হয়েছে।

বিজয়া রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মৃতদেহ দেখতে হাসপাতালেও যান তিনি।