বিটলসকে ছুঁলেন স্যাম স্মিথ

নিজের প্রথম অ্যালবাম ‘ইন দ্য লোনলি আওয়ার’-এর বদৌলতে জনপ্রিয়তার দিক থেকে কিংবদন্তী ব্রিটিশ ব্যান্ড বিটলসকে ছুঁয়ে ফেলেছেন ব্রিটিশ গায়ক স্যাম স্মিথ। গ্র্যামিজয়ী এই তারকার অ্যালবামটি ৫০ সপ্তাহ ধরে বিক্রির দিক থেকে শীর্ষ পাঁচে অবস্থান করছে।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 12:51 PM
Updated : 2 June 2015, 12:51 PM

২৩ বছর বয়সী এই গায়কের অ্যালবামই প্রথম অ্যালবাম, যা কি না বিটলসের অ্যালবাম ‘প্লিজ প্লিজ মি’র পর এতদিন ধরে শীর্ষে অবস্থান করছে। ২০১৪ সালের মে মাসে প্রকাশিত ‘ইন দ্য লোনলি আওয়ার’ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি কপি।

স্মিথ বলেন, “এই পরিসংখ্যান দেখার পর আমার একই সঙ্গে খুব অদ্ভুত এবং দারুন খুশি লাগছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার অ্যালবাম কিনেছেন। এখন আর খুব একটা একা লাগছে না।”

রেকর্ডের এই তালিকায় স্মিথের উপরে এখন কেবল আছে মার্কিন ফোক রক জুটি সাইমন অ্যান্ড গারফাঙ্কেল। ১৯৭০ সালে প্রকাশিত তাদের অ্যালবাম ‘ব্রিজ ওভার ট্রাবল্ড ওয়াটার’ সেরা পাঁচে অবস্থান করেছিল টানা ৫২ সপ্তাহ।