যুক্তরাষ্ট্রে বঙ্গ সম্মেলনে বাংলাদেশি শিল্পীরা

উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনের ৩৫তম আসরে অংশ নিচ্ছেন রবীন্দ্র সংগীত শিল্পী অদিতি মহসিন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাদুশিল্পী জুয়েল আইচ, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ ও শিমুল ইউসুফ, বাউল শফি মন্ডলসহ অনেকে। 

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 02:12 PM
Updated : 29 May 2015, 02:12 PM
এ সম্মেলনে প্রথমবারের মতো বাংলাদেশী শিল্পী, সাহিত্যিক এবং সংগঠকরা অংশ নিচ্ছেন। এর সদস্য সচিব আবৃত্তিকার হাসান আরিফও থাকছেন যুক্তরাষ্ট্রগামী শিল্পীদের দলে। শিল্পকলা পরিবেশনার পাশাপাশি বাংলাদেশী প্রতিনিধিরা বাংলাদেশ প্যাভিলিয়ন নামে একটি বিশেষ প্যাভিলিয়নের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরবেন।

প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশীদের সঙ্গে সাংস্কৃতিক আদানপ্রদানের সুযোগ সৃষ্টি করতে ১৯৮০ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজনের ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানটি হচ্ছে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে। তিন দিনের আয়োজনটি ১০ জুলাই শুরু হবে দেবজ্যোতি মিশ্রর সুরধ্বনি এবং তনুশ্রী শঙ্কর ও তার দলের নৃত্যের তালে। সম্মেলন সমাপ্ত হবে শ্রেয়া ঘোষালের গানে।

কলকাতা থেকে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন পাওলি দাম, কঙ্কনা সেন শর্মা, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌতম ঘোষসহ আরও অনেকে।

শাস্ত্রীয় সংগীতগুরু আমজাদ আলী খান, আশ্বিনী ভিদে, ওস্তাদ রশীদ খাঁরাও অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।