স্বাধীন ভারতীয় সিনেমার কান জয় 

কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে স্বাধীন ভারতীয় চলচ্চিত্র ‘মাসান’।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 10:00 AM
Updated : 24 May 2015, 10:00 AM

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ খবর জানান সিনেমাটির অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি লেখেন, “কান উৎসবে এবার ফিপ্রেসি অ্যাওয়ার্ড জিতেছে আমাদের সিনেমা ‘মাসান’, পুরস্কার দিয়েছেন আন্তর্জাতিক সমালোচকরা। আমরা সবাই খুবই গর্বিত বোধ করছি।”

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘মাসান’। এরপর পাঁচ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে সিনেমাটিকে সম্মান জানান উপস্থিত দর্শকরা।

নির্মাতা নিরাজ ঘাওয়ানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মাসান’এর কাহিনি গড়ে উঠেছে বেনারসের প্রেক্ষাপটে ছোট শহরের চার ব্যক্তির জীবন নিয়ে। সিনেমায় আরও অভিনয় করেছেন শোয়েতা ত্রিপাঠি, সঞ্জয় মিশরা এবং ভিকি কুশাল।