সানি লিওনির বিরুদ্ধে আবার মামলা

অশ্লীলতার অভিযোগে আবারও ভারতে মামলা হলো ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনির বিরূদ্ধে। এই অভিনেত্রীর সঙ্গে মামলা করা হয়েছে গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেইজ এবং মুম্বাই ভিত্তিক একটি সাময়িকীর বিরুদ্ধেও।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 09:36 AM
Updated : 24 May 2015, 09:36 AM

আরিঞ্জয় জেইন নামের এক ব্যাক্তি আজমির শহরে এই মামলা দায়ের করেছেন।

আজমিরের কোতোয়ালি থানার দায়িত্বে থাকা পুলিশ জিতেন্দ্র গাংওয়ানি বলেন, আরিঞ্জয়, এস কে আর শর্মা নামের আরেক লোকের মাধ্যমে একটি বলিউড বিষয়ক পাক্ষিকের গ্রাহক হন। সেই পাক্ষিকে সানি লিওনির বেশ কিছু অশালীন ছবি ছিল। সেই সঙ্গে সেখানে দেওয়া একটি ওয়েবলিঙ্কে প্রবেশ করে সাবেক এই পর্ন তারকার আরও অনেক খোলামেলা ছবি দেখতে পান তিনি। আর এ কারণেই মামলাটি দায়ের করেন।

এর আগে এক হিন্দুত্ববাদী সংগঠন নিজের ওয়েবসাইটের মাধ্যমে অশ্লীলতা প্রচারের অভিযোগে সানি লিওনিকে ভারতছাড়া করার দাবি তুলে মামলা করে। এক ভারতীয় গৃহবধূ্ও একই অভিযোগে মামলা করেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে ‘এক পাহেলি লিলা’ খ্যাত এই অভিনেত্রীর।