আবারও আদালতে সালমান

কাশ্মীরে শুটিং শেষে মুম্বাইয়ে ফিরে আবারও হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারতীয় অভিনেতা সালমান খান। দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 10:11 AM
Updated : 21 May 2015, 10:11 AM

২০০২ সালে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর এখন জামিনে মুক্ত আছেন সালমান। জামিনে থাকলেও সাজাপ্রাপ্ত আসামীদের দেশের বাইরে যাওয়ার অনুমতি নেই। 

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, দুবাইয়ে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা সালমানের। তার তাই দেশের বাইরে যাওয়ার অনুমতি চাইতে তিনি হাজির হন হাইকোর্টে।

হাইকোর্টে এক আনুষ্ঠানিক আবেদন করেছেন সালমান। যেখানে বলা হয়েছে ২৯ মে দুবাই যেতে চান তিনি।

এক মাসের গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ আছে হাইকোর্ট। কিন্তু আগামী সপ্তাহে এই আবেদন বিবেচনা করে দেখবেন হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় দুর্ঘটনা ঘটান সালমান। তার গাড়ির নিচে চাপা পড়ে মারা যান এক ব্যাক্তি এবং আহত হন আরও চারজন। এরা প্রত্যেকেই রাস্তার পাশের বস্তির বাসিন্দা ছিলেন।

৬ মে এ মামলায় দোষী সাব্যস্ত করে সালমানকে পাঁচ বছরের জেল দেন মুম্বাইয়ের এক নিম্ন আদালত। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সালমান। পরে এই রায় স্থগিত করে হাইকোর্ট।