'ওয়েলকাম টু করাচি'র গান নিষিদ্ধের দাবী

শিশুতোষ ছড়াকে গানের কথায় ব্যবহার করে মদ্যপানকে উৎসাহিত করার অভিযোগ এনে ‘ওয়েলকাম টু কারাচি’র একটি গান নিষিদ্ধ করার দাবী তুলেছে ভারতের এক বেসরকারি দাতব্য সংস্থা।   

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2015, 07:04 AM
Updated : 20 May 2015, 07:04 AM

সিটিজেনস অফ বেটার ইন্ডিয়া নামের সংস্থাটির অভিযোগ 'লাল্লা লাল্লা লোড়ি' নামের গানটিতে একটি শিশুতোষ ছড়াকে গানে ব্যবহার করা হয়েছে এবং গানটিতে মদ্যপানের কথা বলা হয়েছে, যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। ২০ মে হাইকোর্টে গানটি নিষিদ্ধ করার দাবীতে আপিল করে সংস্থাটি।

আপিলে বলা হয়, এই গানে যেভাবে বাচ্চাদের ছড়ায় মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে তা শিশুদের নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর মদের মতো ক্ষতিকর পানীয়ের এ ধরণের প্রচার ভারতীয় রীতির বিরুদ্ধে।

ভারতের কেন্দ্রীয় সরকার, দিল্লির রাজ্য সরকার, ভারতের সেন্সর বোর্ড এবং সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান পুজা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে এই আপিল করা হয়েছে।

গানটি নিষিদ্ধ করার পাশাপাশি টিভি চ্যানেল এবং সব ধরনের প্রচার মাধ্যম থেকে গানটি সরিয়ে ফেলার দাবী জানিয়েছে আপিলকারীরা।

অ্যাকশন-কমেডি ধাঁচের সিনেমা ‘ওয়েলকাম টু কারাচি’তে অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি এবং জ্যাকি ভাগনানি। এটি মুক্তি পাবে ২১ মে।