দুবছর ধরে তৈরি হলো যে পোশাক

সম্প্রতি হয়ে যাওয়া মেট গালা আয়োজনে বারবাডিয়ান সংগীতশিল্পী রিহানার সান্ধ্য পোশাকটি চোখ কপালে তুলে দিয়েছিল সবার। হলুদ রঙের সুবিশাল সেই গাউন সম্পর্কে এবার নিজেই জানালেন এক চমকপ্রদ তথ্য। 

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 09:05 AM
Updated : 7 May 2015, 09:05 AM

সম্পুর্ণ রূপে হাতে সেলাই করা এই পোশাকটি তৈরি হতে সময় লেগেছে পুরো দুই বছর!

এইস শোবিজকে এ ব্যাপারে রিহানা বলেন, “যেভাবে পোশাকটি তৈরি হয়েছে, সেটা সত্যিই এক অলৌকিক ঘটনা। আমি এই সুন্দর পোশাকটি দেখি ইন্টারনেটে। আমি চীনা পোশাক নিয়ে পড়াশোনা করছিলাম... জানতে পারলাম এটি হাতে সেলাই করে তৈরি করেছেন একজন নারী, ডিজাইনার গুয়ো পেই।”

তিনি আরও বলেন, “এটি তৈরি হতে দুই বছর সময় লেগেছে।”

নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টসের কস্টিউম বিভাগের জন্য প্রতি বছর আয়োজিত হয় মেট গালা। এবারের আয়োজনে সুবিশাল হলুদ রঙের সান্ধ্য পোশাকটি পরে হাজির হন রিহানা। পশমের তৈরি পোশাকটির পুরোটা জুড়ে ছিল সোনালি কারুকাজ।