সালমানের রায়: আদালতের প্রশংসায় টুইটার ব্যবহারকারীরা

গাড়ি চাপা মামলায় ভারতীয় অভিনেতা সালমান খানের পাঁচ বছরের জেল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। ভক্তরা সালমানের সঙ্গে অন্যায় হয়েছে দাবী করলেও, অনেকেই বলছেন এতদিনে সঠিক বিচার করেছেন আদালত।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 09:09 AM
Updated : 6 May 2015, 11:02 AM

এক টুইটার ব্যবহারকারী লেখেন, "এরপরও আমি সালমানের পাশেই দাঁড়াবো।"

রায়ের দিন সকাল থেকে টুইটারে এক বিশেষ হ্যাশট্যাগের প্রচলন করেন সালমানভক্তরা, #উইলাভসালমানখান লেখা এই হ্যাশট্যাগের মাধ্যমে প্রিয় অভিনেতার জন্য প্রার্থনা করে টুইট করেন অনেকেই।

রায় হবার পর একজনের টুইট ছিল, "সালমান তোমাকে আমরা ভালোবাসি, আমাদের দোয়া সবসময়ই তোমার সঙ্গে থাকবে। তুমি গরীব দুঃখীদের অনেক সাহায্য করেছ, আশা করি সৃষ্টিকর্তা তোমার সঙ্গে থাকবে।"

আবার কেউ কেউ বলছেন, আইন সবার জন্য সমান।

রাজ হার্ট কিং নামের এক টুইটার ব্যবহারকারী লেখেন, "ভারতের আইন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেছে।"

নিলেশ ফালকে লেখেন, "সব ভারতীয়ের জন্য আইন সমান হওয়া উচিত। ভারতের আদালতের এই সিদ্ধান্তে আমি আজ গর্বিত।"

শ্রুতি নামের এক টুইটার ব্যবহারকারীর টুইট ছিল, "একটি ভুলের জন্য তোমার এতদিনের সব জনসেবা মূল্যহীন হয়ে পড়েছে।"

আবার পুরো বিষয়টিকে হালকাভাবে নিয়ে কেউ টুইট করেন, "টুইটার মনে হচ্ছে সালমান ভক্তদের চোখের পানির স্রোতে ভেসে যাবে!"

বিশাল মানসুখানি নামের এক ব্যক্তির টুইট ছিল, "যদি রায় হবার পরও সালমান শাস্তি ভোগ না করে, তবে তার নিজের নাম বদলে রাখা উচিত হবে 'কামাল' (বিস্ময়)!!"

২০০২ সালে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় ৬ মে দোষী সাব্যস্ত হয়েছেন সালমান খান। সেদিনের ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হন।