সেলুলয়েডে অক্ষত থাকবে নেপাল

হাল আমলে সিনেমা 'বেবি' থেকে সত্তরের দশকের 'হারে রামা হারে কৃষ্ণা' - নেপালের নয়নাভিরাম দৃশ্য হিন্দি সিনেমার পর্দায় এসেছে বার বার। কাঠমান্ডুর দারবার স্কয়ারে দৃশ্যায়িত 'প্যায়ার মে দিল পে মার দে গোলি' গানটির কথা বলিউডপ্রেমীদের ভোলার কথা নয়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 12:36 PM
Updated : 26 April 2015, 06:09 PM

আশির দশকে মুক্তি পাওয়া ‘মহান’ সিনেমার জনপ্রিয় গান ‘প্যায়ার মে দিল পে মার দে গোলি’র শুটিং হয় দারবার স্কয়ারে। জিনাত আমান ও অমিতাভ বচ্চন অভিনীত গানটি ভীষণ জনপ্রিয় হয় সে সময়। নেপালে ভূমিকম্প আঘাত হানার পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে সেই স্মৃতিচারণ করেন অমিতাভ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার মঙ্গল কামনা করেন তিনি।

কেবল হিন্দি সিনেমাই নয়, 'লিটল বুদ্ধা', 'দ্য গোল্ডেন চাইল্ড' -এর মতো আন্তজর্াতিক সিনেমাও চিত্রায়িত হচ্ছে নেপালে। আর এসব সিনেমা দুর্যোগের আগের নেপালের সৌন্দর্যকে অমলিন রাখবে চিরকাল।