আতিফ আসলামের কনসার্ট নিয়ে ভারতে হাঙ্গামা

পাকিস্তানি গায়ক আতিফ আসলাম কনসার্টে বাতিল করিয়ে ছাড়লো ভারতের কট্টরপন্থী রাজনৈতিক দল শিভ সেনা। ২৫ এপ্রিল মহারাষ্ট্রের পুনে শহরে কনসার্ট করার কথা ছিল এই গায়কের।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2015, 01:26 PM
Updated : 22 April 2015, 01:26 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, কনসার্টের এক হাজারের বেশি টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু শিভ সেনার ক্রমাগত বিরোধের মুখে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। 

শিভ সেনার অভিযোগ, পাকিস্তানের কারণে নিরাপদ নয় ভারতের সীমান্ত। আর তাই পাকিস্তানিদের সঙ্গে সুসম্পর্ক রাখা দেশদ্রোহিতার সামিল।

শিভ সেনার মুখপাত্র বলেন, "আমরা পুলিশ কমিশনারকে বলেছি, এই কনসার্ট কোনোভাবেই আমরা হতে দেবো না। কনসার্টের আয়োজকরাও আমাদের দাবী মেনে নিয়েছেন।"

ভারতে ব্যাপক জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ নিয়মিত হিন্দি সিনেমায় প্লেব্যাক করে থাকেন। সম্প্রতি 'বাদলাপুর' সিনেমায় গাওয়া তার 'জিনা জিনা' গানটিও বেশ জনপ্রিয়তা পায়।