বক্স অফিসেও অদৃশ্য 'মিস্টার এক্স'

মুক্তির প্রথম সপ্তাহে গড়পড়তা ব্যবসা করছে এমরান হাশমির নতুন সিনেমা 'মিস্টার এক্স'। ভিশেষ ফিল্মসের ব্যানারে তার আগের সিনেমা 'রাজ থ্রি' এবং 'জান্নাত টু'কে আয়ের দিক থেকে ছাড়িয়ে যেতে পারেনি সাই-ফাই ধাঁচের থ্রিডি সিনেমাটি। 

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2015, 10:00 AM
Updated : 21 April 2015, 10:00 AM

দর্শকের আগ্রহ এবং ব্যাপক প্রচারের পরও ভারতের অভ্যন্তরীন বাজারে খুব একটা সাড়া ফেলতে পারেনি 'মিস্টার এক্স'। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, ১৭ এপ্রিল মুক্তি পেয়ে রবিবার পর্যন্ত ১৩ কোটি ৯৯ লাখ রুপি সংগ্রহ করেছে সিনেমাটি।

সকালের শোতে একদমই দর্শক টানতে পারেনি 'মিস্টার এক্স'। বিকাল এবং সন্ধ্যার পর খানিকটা বেড়েছে এর বক্স-অফিস সংগ্রহ।

প্রথম তিন দিনে 'মিস্টার এক্স'- এর আয় হয়েছে ১৩ কোটি ৯৯ লাখ, যা তার আগের সিনেমা 'মার্ডার টু'র (২২ কোটি ৭৫ লাখ) চেয়েও কম।

অবশ্য অমিতাভ বচ্চনের 'শামিতাভ' এবং আনুশকা শর্মার 'এনএইচটেন'- এর চেয়ে বেশি আয় করেছে ‘মিস্টার এক্স’। সিনেমা দুটো প্রথম তিন দিনে আয় করেছিল যথাক্রমে ১৩ কোটি ২৫ লাখ এবং ১৩ কোটি ৩০ লাখ রুপি।

'মিস্টার এক্স'- এ এমরানের বিপরীতে অভিনয় করেছেন আমায়রা দাস্তুর। সিনেমাটি পরিচালনা করেছেন ভিক্রাম ভাট।