আবারও হিট সানি লিওনি

ভারতের বক্স-অফিসে এখন চলছে ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনির দাপট। তার অভিনীত ‘এক পাহেলি লিলা’ সিনেমাটি মুক্তির প্রথম তিন দিনেই আয় করে নিয়েছে প্রায় ১৬ কোটি রুপি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2015, 07:50 AM
Updated : 14 April 2015, 07:50 AM

শুক্রবার মুক্তি পেয়েই ১৫ কোটি রুপি ব্যায়ে নির্মিত সিনেমাটি আয় করে পাঁচ কোটি রূপির বেশি। আর তিন দিনেই বাজার থেকে মূলধন তুলে নিয়েছে সিনেমাটি।

সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বড় তারকাদের বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমাকে প্রথম দিনের আয়ে পেছনে ফেলে দিয়েছে 'এক পাহেলি লিলা'। অমিতাভ বচ্চন ও ধানুশ অভিনীত ‘শামিতাভ’, আনুশকা শর্মার ‘এনএইচটেন’ কিংবা সুশান্ত সিং রাজপুতের ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ও মুক্তির দিন এত আয় করতে পারেনি।

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করেন, “এক পাহেলি লিলা: শুক্রবার পাঁচ কোটি ৩০ লাখ। শনিবার পাঁচ কোটি ২০ লাখ, রবিবার পাঁচ কোটি ৩৫ লাখ। মোট ১৫ কোটি ৮৫ লাখ।”

এদিকে 'লিলা’র দাপটে ভাল মার খেয়ে যাচ্ছে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’। ‘এক পাহেলি লিলা’র সঙ্গেই মুক্তি পাওয়া পরেশ রাওয়াল, নাসিরউদ্দিন শাহ অভিনীত 'ধারাম সাঙ্কাট মে' তিন দিনে কোনো মতে আয় করেছে পাঁচ কোটি রুপির কিছু বেশি।

চলতি বছরের অন্যতম প্রতিক্ষীত সিনেমা দিবাকার ব্যানার্জির ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও আশানুরূপ ব্যাবসা করতে পারেনি। প্রথম সপ্তাহে হলিউডি সিনেমা ‘ফিউরিয়াস সেভেন’ আর দ্বিতীয় সপ্তাহে ‘এক পাহেলি লিলা’ জোর টক্কর দিয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমাটিকে। দ্বিতীয় সপ্তাহ শেষে সিনেমাটির আয় এখন ২৩ কোটি ১৪ লাখ রুপি।