সানিকে নিয়ে মুখোমুখি দুই রাজনীতিবিদ 

ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনিকে ‘পশ্চিমের ফেলে দেওয়া তারকা’ বলায় কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভির সমালোচনা করেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাহ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2015, 10:38 AM
Updated : 12 April 2015, 10:44 AM

ভারতীয় দৈনিক ডেক্কান ক্রনিকল বলছে, সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে লেখেন, সানি লিওনির মতো পশ্চিমের প্রত্যাখ্যাত তারকাদের ভারতীয় সংস্কৃতির প্রতীক হয়ে ওঠার সুযোগ দেওয়া উচিৎ নয়।

কংগ্রেস নেতার এই টুইটে বিস্ময় প্রকাশ করে ওমার আব্দুল্লাহ লেখেন, “আমি প্রথমে ভেবেছিলাম কোনো ভুয়া অ্যাকাউন্ট থেকে টুইটটি করা হয়েছে, পরে বুঝলাম না এটি তিনিই লিখেছেন। কি মনে করে তিনি এই টুইট করলেন??” 

রিয়েলিটি শো 'বিগ বস'- এ অংশ নেওয়ার মাধ্যমে ভারতের বিনোদন জগতে পা রাখেন সানি লিওনি। এরপরই পুজা ভাটের পরিচালনায় ‘জিসম টু’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। তার আগে পর্ন তারকা হিসেবে পরিচিত ছিলেন তিনি। 

সানির বলিউড ক্যারিয়ারে বরাবরই ছায়া ফেলেছে পর্নগ্রাফির সঙ্গে তার অতীত সংশ্লিষ্টতা। তার নতুন সিনেমা 'এক পাহেলি লিলা’র নির্মাতা ববি খান বলেছিলেন প্রথম সারির নায়করা সানির সঙ্গে কাজ করতে চাননি এই সিনেমায়।