লেডি গাগা সম্পর্কে অজানা সাত তথ্য

২৮ মার্চ ঊনত্রিশে পা দিলেন মার্কিন পপ গায়িকা লেডি গাগা। জন্মদিনে গাগার সম্পর্কে এমন সাতটি তথ্য জানিয়ে দিচ্ছি, যা হয়তো অনেকেই জানেন না।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 09:53 AM
Updated : 28 March 2015, 09:56 AM

১. গাগার আসল নাম হল স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা গেরমানোত্তা।

২. তার মঞ্চ নাম 'লেডি গাগা' এসেছে দ্য কুইন ব্যান্ডের গান 'রেডিও গা গা' থেকে।

৩. চার বছর বয়স থেকে পিয়ানো বাজানো শেখেন গাগা। ১৩ বছর বয়সে প্রথমবারের মতো পিয়ানোতে নিজেই সুর সৃষ্টি করেন।

৪. সারা শরীরে মোট ১৪টি ট্যাটু এঁকেছেন গাগা।

৫. সঙ্গীত ক্যারিয়ারে সফল হবার আগে বার নর্তকী হিসেবে কাজ করেছেন গাগা।

৬. গাগার জনপ্রিয় গান 'টেলিফোন' লেখা হয়েছিল ব্রিটনি স্পিয়ার্সের অ্যালবাম 'সার্কাস' এর জন্য।

৭. গাগার দ্বিতীয় অ্যালবাম 'বর্ন দিস ওয়ে' প্রকাশের প্রথম সপ্তাহেই ১০ লাখ কপি বিক্রি হয়েছিল।