শুরু হচ্ছে ‘আলতুর সাইকেল যাত্রা’

বাংলাদেশ টেলিভিশনে শিগগিরই শুরু হচ্ছে ১৩ পর্বের ধারাবাহিক নাটক ‘আলতুর সাইকেল যাত্রা’। জাতীয় টিকদান কর্মসূচির অংশ হিসেবে নির্মিত এই নাটকটিতে তুলে ধরা হবে শিশুদের টিকা দেওয়ার গুরুত্ব নিয়ে নানা তথ্য।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 12:12 PM
Updated : 26 March 2015, 12:13 PM

‘আলতুর সাইকেল যাত্রা’তে উঠে এসেছে আলতু নামের পরোপকারী এক ব্যক্তির গল্প। আলতুর জীবনের নানা ঘটনার মাধ্যমে তুলে ধরা হবে শিশুদের স্বাস্থ্য সমস্যা দূরীকরণে টিকা প্রদানের প্রয়োজনীয়তা।

বাংলা মিডিয়ার প্রধান আদিব রশিদ মামুন গ্লিটজকে জানান, এপ্রিল মাস থেকে প্রতি সপ্তাহে প্রচারিত হবে ‘আলতুর সাইকেল যাত্রা’।  

এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, রোমানা মালিক, মুনমুন, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, তুষার খান, শামীমা তুষ্টি, আখম হাসান, আহসানুল হক মিনু প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন মামুনুর রশীদ নিজে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের সার্বিক সহযোগিতায় এই নাটকটি নির্মাণ করেছে বাংলা কমিউনিকেশন্স।

২৪ মার্চ ঢাকার সোনারগাঁ হোটেলের সুরমা হলে হয়ে গেল নাটকটির প্রিমিয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ 

মন্ত্রণালয়ের সচিব সায়েদ মঞ্জুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিনিধি ব্রায়ান অ্যালেমকিন্ডারস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. এন. প্যারানিথারান, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবে’দে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডাইরেক্টর জেনারেল মোঃ নূর হোসেন তালুকদারসহ আরও অনেকে।