বলিউডের ইতিহাসে দীর্ঘতম গান!

হিন্দি সিনেমায় ব্যবহৃত গানগুলো সাধারণত সাড়ে তিন থেকে চার মিনিট দৈর্ঘ্যের হয়ে থাকে। কিন্তু নির্মাতা সুরাজ বারজাতিয়ার সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’ সিনেমায় ব্যবহৃত হচ্ছে ১৩ মিনিট লম্বা একটি গান। আর এই গানটিই হতে যাচ্ছে হিন্দি সিনেমার ইতিহাসের দীর্ঘতম গান।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 07:52 AM
Updated : 26 March 2015, 07:52 AM

নাম না জানা এই গানটির রচয়িতা হিমেশ রেশামিয়া। বিনোদনভিত্তিক ওয়েবসাইট কোইমোই বলছে, গানটিতে দেখানো হবে একটি বিয়ের আসর। এছাড়াও গানে ফুটবল খেলতে দেখা যাবে সালমান খান এবং সোনাম কাপুর।

সুরাজ বারজাতিয়ার সিনেমায় বিয়ের আসর থাকবেই। আর সেই আসরকে ঘিরে চিত্রায়িত হয় বেশ কয়েকটি গান। তার সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’- এ ১৪টি গান ছিল, যা এখনও একটি রেকর্ড।

নিজের লড়াকু অবতার ঝেড়ে ফেলে অনেকদিন পর রোমান্টিক ঘরানার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সালমানকে। ‘প্রেম রাতান ধান পায়ো’র মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর আবার সুরাজের ফ্রেমে বন্দি হচ্ছেন সালমান। শেষবার তারা একসঙ্গে কাজ করেছিলেন ‘হাম সাথ সাথ হ্যায়’ (১৯৯৯) সিনেমায়।