নগদ, খুনী বিল্লাসহ চার চলচ্চিত্রের সনদ বাতিল

সেন্সর বোর্ডের বাদ দেওয়া দৃশ্য ফের জুড়ে দেওয়ায় চারটি বাংলা চলচ্চিত্রের সেন্সর সনদপত্র সাময়িক বাতিল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 12:52 PM
Updated : 5 March 2015, 01:11 PM

চলচ্চিত্রগুলো হল- শাহ আলমগীর বাচ্চু প্রযোজিত ও অপূর্ব রানা পরিচালিত ‘খুনী বিল্লা’, মঈন বিশ্বাস প্রযোজিত ও পরিচালিত ‘পাগল তোর জন্য রে’, মো. আব্দুল হালিম প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালবাসা’, খোরশেদ আলম খসরু প্রযোজিত ও শাহীন সুমন পরিচালিত ‘নগদ’।

বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এই চারটি চলচ্চিত্রের সনদ বাতিলের তথ্য জানানো হয়েছে।

‘পাগল তোর জন্য রে’ ও ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্র দুটি সেন্সর বোর্ড থেকে বাদ দেওয়া দৃশ্য সংযোজন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিবেচনার জমা দেওয়া হয়েছিল। জুরি বোর্ডের সদস্যরা পরীক্ষার সময় এসব চলচ্চিত্রে বাদ দেওয়া দৃশ্য ফের সংযোজনের প্রমাণ পান।

‘খুনী বিল্লা’ ও ‘নগদ’ চলচ্চিত্র দুটিতে সেন্সর বোর্ড বাদ দেওয়া দৃশ্য ও সেন্সরবিহীন অশ্লীল দৃশ্য জুড়ে প্রেক্ষাগৃহে প্রদর্শন এবং অননুমোদিত পোস্টার ও ফটোসেট দিয়ে প্রচার চালানো হচ্ছিল।

এখন থেকে চলচ্চিত্রগুলো কোথাও প্রদর্শন করা যাবে না বলেও সরকারের পক্ষ থেক বলা হয়েছে।