অমিতাভের বিরুদ্ধে সমন জারি

ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলায় সমন জারি করেছে মার্কিন এক আদালত।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 08:38 AM
Updated : 26 Feb 2015, 08:47 AM

নিউ ইয়র্ক ভিত্তিক এক মানবাধিকার প্রতিষ্ঠান শিখ ফর জাস্টিসের দায়ের করা মামলায় এই সমন জারি করা হয়। তাদের অভিযোগ ১৯৮৪ সালে ‘রক্তের বদলে রক্ত’ - এই স্লোগান ছড়িয়ে দিয়ে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিয়েছেন তিনি।

অমিতাভেরি হলিউড প্রতিনিধির কাছে এই সমন পৌছে দেওয়া হয় ২৩শে ফেব্রুয়ারি। আদালতের বিধি অনুযায়ী সমন হাতে পাওয়ার ২১ দিনের মধ্যে জবাব দিতে হবে বিগ বিকে। 

এর আগে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধেও মামলা করেছিল শিখ সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার এই সংগঠনটি। তবে সফল হতে পারে নি।

১৯৮৪ সালে শিখ দেহরক্ষীদের হাতে ইন্দিরা গান্ধির মৃত্যুর পর ভারতজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ সময় নিহত হন প্রায় তিন হাজার মানুষ।