সবচেয়ে ব্যবসাসফল ‘এমএসজি’?

এখন পর্যন্ত ২০১৫ সালের সবর্োচ্চ উপার্জনকারী হিন্দি সিনেমা হওয়ার রেকর্ড গড়ার পথে এক ধর্মীয় গুরুকে নিয়ে নির্মিত সিনেমা ‘এমএসজি: দ্য মেসেঞ্জার’। অপরদিকে কোনো মতে লোকসান সামলাতে পেরেছে রানবির কাপুরের ‘রয়’।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2015, 08:01 AM
Updated : 21 Feb 2015, 08:01 AM

সপ্তাহ শেষে ভাল আয়ের আশা থাকলেও সিনেমাপ্রেমীদের মন জয় করতে পারেনি রোমান্টিক থ্রিলার ‘রয়’। শুরুর দিকে ভালই ছিল সিনেমাটির আয়। কিন্তু এক সপ্তাহ শেষে হিসাব করে দেখা গেছে, সব মিলিয়ে ৪১ কোটি ৭৭ লাখ রুপির বেশি আয় করতে পারেনি ‘রয়’।

বক্স-অফিস বিশ্লেষক তারান আদর্শের টুইট অনুযায়ী, প্রথম দুদিনেই শুধুমাত্র ভাল আয় করেছে ‘রয়’। এরপর থেকে কেবল নিচের দিকেই নেমেছে সিনেমাটির আয়ের গতি।

অপরদিকে মুক্তির ছয় দিন পরও ‘এমএসজি’র আয়ের গতি উর্ধ্বমূখী । ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এখন পর্যন্ত ৮৯ কোটি ২৯ লাখ রুপি আয় করেছে ‘এমএসজি’।

আর মাত্র চার কোটি আয় করলেই সিনেমাটি পেছনে ফেলবে আকশায় কুমারের ‘বেবি’কে, যা কী না এখন পর্যন্ত চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার খেতাব দখলে রেখেছে।

‘এমএসজি: দ্য মেসেঞ্জার’- এ অভিনয় করেছেন গুরমিত রাম রহিম সিং নামে এক ধর্মীয় গুরু। এটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করেছেন তিনি, গেয়েছেন গানও। হরিয়ানা শহরে দেরা সাচা সাউদা নামে একটি দাতব্য সংগঠন চালান তিনি। ভারতজুড়ে তার অন্তত ৫ কোটি অনুসারী রয়েছে।

তবে ২০০১ সাল থেকে বেশ কয়েকবার তার বিরুদ্ধে খুন এবং ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।