একশো কোটি আয়ের পথে বিতর্কিত সিনেমা 'এমএসজি'

মুক্তির চার দিনের মধ্যেই একশো কোটি রুপি আয়ের পথে বিতর্কিত সিনেমা 'এমএসজি: দ্য মেসেঞ্জার'। ইতোমধ্যেই পেছনে ফেলেছে রানবির কাপুরের 'রয়' এবং আক্শায় কুমারের 'বেবি'কে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2015, 11:25 AM
Updated : 20 Feb 2015, 12:02 PM

মুক্তির ষষ্ঠ দিনে শামুক গতিতে বক্স-অফিসে টিকে থাকার লড়াই করছে ১৩ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়া 'রয়'। ২৫০০ হলে একযোগে মুক্তি পাবার পর প্রথম দিনে সিনেমাটির আয় হয়েছে মাত্র ১০ কোটি ৪০ লাখ রুপি, এখন পর্যন্ত শুধুমাত্র মূলধন উঠিয়ে আনতে পেরেছে 'রয়'।

ছয় দিনে ভারতে 'রয়' আয় করেছে মোট ৩৯ কোটি ১ লাখ রুপি। তবে এ সপ্তাহ শেষে 'রয়' ভালো ব্যবসা করতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। পরিচালক ভিক্রামজিত সিংয়ের প্রথম সিনেমা 'রয়'-এ অভিনয় করেছেন রানবির কাপুর, অর্জুন রামপাল এবং জ্যাকুলিন ফারনান্দেজ।

ব্যাপক প্রত্যাশা থাকলেও আকশায় কুমারের 'বেবি'র প্রথম সপ্তাহের রেকর্ড ভাঙ্গতে পারেনি 'রয়'। এমনকি ছয় দিনেও ৫০ কোটির মাত্রা পেরোতে পারেনি সিনেমাটি।

অপরদিকে বিজয়ীর বেশে চলছে ভারতীয় এক ধর্মীয় গুরুর বিতর্কিত সিনেমা 'এমএসজি'। 'রয়'কে পেছনে ফেলে 'বেবি'কেও ডিঙ্গিয়েছে সিনেমাটি। এমনকি সাম্প্রতিক সময়ের ব্যবসাসফল সিনেমাগুলোর খাতায় শিগগিরই নাম লেখাতে যাচ্ছে এটি।

জি নিউজ বলছে, মুক্তির চার দিনের মধ্যে 'এমএসজি'র আয় হয়েছে ৬১ কোটি ১৫ লাখ রুপি। সিনেমাটি মুক্তি পেয়েছে দেশব্যাপী ৪০০০ পর্দায়।

বিতর্কিত এই সিনেমাকে কেন্দ্র করে পদত্যাগ করেছিলেন ভারতের সেন্সর বোর্ডের প্রধান লিলা স্যামসনসহ নয় কর্মকর্তা। এরপর সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়েছিল কিছুদিনের জন্য। পরে নাম পরিবর্তন করে মুক্তি পায় সিনেমাটি।

এখন পর্যন্ত এ বছরের চারদিনে সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমা হওয়ার রেকর্ড গড়েছে 'এমএসজি'। ধারণা করা হচ্ছে এটি অচিরেই ১০০ কোটির ক্লাবে যোগ দেবে।