অবশেষে শুরু হচ্ছে 'লালচর'-এর শুটিং

অনুদানের সিনেমার জন্য বেঁধে দেওয়া আট মাস সময়সীমা পেরিয়ে যাওয়ার পর শুটিং শুরু হচ্ছে ‘লালচর’ সিনেমাটির। নদী তীরবর্তী মানুষের গল্প নিয়ে ইমদাদুল হক মিলনের ‘নদী উপাখ্যান’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন ছোট পর্দার অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী।

বিনোদন প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 05:37 AM
Updated : 1 Feb 2015, 05:37 AM

নাদের চৌধুরী গ্লিটজকে বলেন, “অনুদানপ্রাপ্তির সময়ে ছিল ঘোর বর্ষা। কিন্তু আমি পুরো সিনেমার শুটিং করব আউটডোরে। শুটিং করতে চেয়েছি শুকনো মৌসুমে। তাই বিশেষ অনুরোধে সরকার আমার সিনেমাটির সময়সীমা বৃদ্ধি করেছে।”

নির্মাতা আরও বলেন, নদী ভাঙ্গনের শিকার মানুষের জীবন সংগ্রামের কথা ফুটে উঠবে সিনেমাতে। একইসঙ্গে তাদের প্রেম-ভালোবাসা, সংস্কৃতির কথাও তুলে ধরবেন সিনেমার গল্পে।

১লা ফেব্রুয়ারি থেকে মুন্সিগঞ্জের শ্রীনগরের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে সিনেমাটির।

‘লালচর’ সিনেমাতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও নবাগতা মোহনা মিম। চ্যানেল আই আয়োজিত রিয়ালিটি শো ‘সেরা নাচিয়ে’ থেকে উঠে আসা মিমের এটাই প্রথম চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনার পাশাপাশি বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন নাদের চৌধুরী।

বেশ কটি টিভিনাটক ও টেলিফিল্মে অভিনয় করা মিম বলছেন, “কেবল শখের বশেই অভিনয় করছি। চলচ্চিত্র নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই।”