মা দিবসে আসছে ‘সুতপার ঠিকানা’

নারীর আটপৌরে জীবন নিয়ে নির্মিত ‘সুতপার ঠিকানা’ সিনেমাটি মা দিবসে মুক্তি পেতে যাচ্ছে। ২০১৩-১৪ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমার মুক্তির খবর নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক প্রসূন রহমান।

বিনোদন প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 09:12 AM
Updated : 28 Jan 2015, 09:12 AM

প্রসূন রহমান গ্লিটজকে বলেন, “সিনেমাটি মার্চে নারী দিবসে মুক্তির পরিকল্পনা করেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে পোস্ট প্রডাকশনের কাজ শেষ করতে পারিনি। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের অনুদানের সিনেমা রিভিউ কমিটিও রাজনৈতিক জটিলতায় সিনেমাটি এখনো দেখে উঠতে পারেনি। তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।”

বাংলাদেশে মুক্তি পাওয়ার পর সিনেমাটি নিয়ে বিভিন্ন দেশে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতাগুলোতেও অংশ নেবেন বলে জানিয়েছেন প্রসূন।

“বেশকটি ফেস্টিভালে অংশগ্রহণের ব্যাপারে কথাবার্তা চলছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। আগে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চাই আমি।”

প্রসূন আরও বলছেন, “সিনেমাতে আমি উপমহাদেশের নারীদের গল্প তুলে ধরেছি। সম্ভব হলে আমি সিনেমাটি নিয়ে দক্ষিণ এশিয়ার সবকটি দেশেই যেতে চাই।”

সরকারি অনুদানের বাইরে প্রসূনের সিনেমাটির প্রযোজক তার প্রতিষ্ঠান ইমেশন ক্রিয়েটার।

প্রসূন বলছেন, “সিনেমা নির্মাণের ক্ষেত্রে আমি স্বাধীন থাকতে চেয়েছি। তাই নিজের প্রতিষ্ঠানের বাইরে আমি অন্য কোনো প্রযোজকের কাছে ধর্না দিইনি।”

‘সুতপার ঠিকানা’-র মুক্তি নিয়েও আলাদাভাবে ভাবছেন প্রসূন। নামী পরিবেশক সংস্থাগুলোর সঙ্গে কথা বলছেন এখন। এছাড়া বিকল্প ব্যবস্থায় দেশের বিভিন্ন স্থানে প্রদর্শনের ব্যাপারেও প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে রয়েছেন শাহাদাৎ হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, সাইকা আহমেদ, নাভিদ, মিম চৌধুরী, শিশুশিল্পী কুমার নিবিড়সহ আরও অনেকে।