১০০ কোটি ডলার আয়ের পথে ‘হবিট’

মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও বিশ্বজুড়ে আয়ের দিক থেকে এক নম্বরে রয়েছে লিয়াম নেসনের অ্যাকশন ড্রামা ‘টেকেন থ্রি’। অপরদিকে আন্তর্জাতিক বাজারে ৮০ কোটি ডলার ছাড়িয়েছে ‘দ্য হবিট: দ্য ব্যাটল অফ দ্য ফাইভ আর্মিস’-এর আয়।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2015, 10:59 AM
Updated : 20 Jan 2015, 10:59 AM

‘টেকেন’ সিরিজের শেষ পর্ব নিয়ে বক্স-অফিস সরগরম রাখছেন লিয়াম নেসন। দ্বিতীয় সপ্তাহেও জমজমাট ব্যবসা করছে সিনেমাটি। চলতি সপ্তাহে ৪৮টি দেশে ৩ কোটি ১০ লাখ ডলার আয় করেছে ‘টেকেন থ্রি’, সব মিলিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় হয়েছে ৯ কোটি ৭৬ লাখ ডলার।

বক্স অফিস মোজো বলছে, প্রযোজনা প্রতিষ্ঠান টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের ইতিহাসে ‘টেকেন থ্রি’ এখন সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার দুই নম্বরে রয়েছে।

এদিকে ১২ই ডিসেম্বর মুক্তি পেয়ে ইতোমধ্যে বিশ্বব্যাপী ৮০ কোটি ডলার ছাড়িয়েছে ‘দ্য হবিট: দ্য ব্যাটেল অফ ফাইভ আর্মিস’- এর আয়।

এছাড়া আন্তর্জাতিক বক্স-অফিসে বর্তমানে এগিয়ে আছে ‘সেভেন্থ সন’, ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অফ দ্য টুম্ব’, ‘পেঙ্গুইনস অফ মাদাগাস্কার’ এবং ‘আমেরিকান স্নাইপার’।