‘আমেরিকান স্নাইপার’-এর দখলে বক্স-অফিস

অস্কারে ছয়টি মনোনয়নের সাফল্যের পর এবার বক্স-অফিসেও দাপট দেখাচ্ছে ক্লিন্ট ইস্টউডের যুদ্ধভিত্তিক সিনেমা ‘আমেরিকান স্নাইপার’। ব্র্যাডলি কুপার, সিয়েনা মিলার অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহ শেষেই যুক্তরাষ্ট্র এবং কানাডাতে আয় করে নিয়েছে নয় কোটি ডলারের ওপরে।

সেঁজুতি শোণিমা নদীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2015, 12:05 PM
Updated : 19 Jan 2015, 12:05 PM

জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সপ্তাহান্তের আয়ে এখন ‘আমেরিকান স্নাইপার’ই শীর্ষে। ড্রামা ঘরানার সিনেমাগুলির মধ্যেও উদ্বোধনী আয়ের নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।

৮৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে চলতি বছরে সেরা সিনেমা, সেরা অভিনেতাসহ ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। ব্র্যাডলি কুপার এই সিনেমায় ইরাক যুদ্ধে অংশ নেওয়া নৌ বাহিনির এক গুপ্ত বন্দুকধারীর ভূমিকায় অভিনয় করে টানা তৃতীয়বারের মতো অর্জন করেছেন অস্কার মনোনয়ন।

‘আমেরিকান স্নাইপার’ প্রথমে অল্প কিছু হলে মুক্তি পেলেও অস্কার মনোনয়ন ঘোষিত হওয়ার পরপরই সাড়ে তিন হাজারেরও বেশি হলে প্রদর্শীত হওয়া শুরু করে। আর তাতেই নাটকীয়ভাবে বেড়ে যায় সিনেমাটির বক্স-অফিস আয়।

যুক্তরাষ্ট্রের বক্স-অফিসে দুই কোটি এক লাখ ডলারের বেশি সংগ্রহ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর রেটেড কমেডি ‘দ্য ওয়েডিং রিঙ্গার’। ব্রিটিশ কমেডি সিনেমা ‘প্যাডিংটন’ এক কোটি ৯৩ লাখ ডলার আয় নিয়ে আছে তৃতীয় অবস্থানে।

গত সপ্তাহে বক্স-অফিসের শীর্ষে থাকা অ্যাকশন থ্রিলার ‘টেকেন থ্রি’ দেড় কোটি ডলারের কাছাকাছি আয় নিয়ে আছে চতুর্থ অবস্থানে। ওদিকে অস্কারে সেরা সিনেমা বিভাগে ‘আমেরিকান স্নাইপার’-এর আরেক প্রতিদ্বন্দ্বী ‘সেলমা’ ৮৩ লাখ ডলার আয় করে অবস্থান করছে পাঁচ নম্বরে।

‘আমেরিকান স্নাইপার’-এর পরিবেশক ওয়ার্নার ব্রাদার্সের আভ্যন্তরীন পরিবেশনা প্রধান ড্যান ফেলম্যানের মতে মুক্তির সঙ্গে সঙ্গেই সিনেমাটি পরিণত হয়েছে এক ‘তা‍ৎক্ষণিক সাংস্কৃতিক উন্মাদনায়’।

“ছোট শহর কিংবা দেশের কেন্দ্রস্থল, উদার কিংবা রক্ষনশীল - সব অঙ্গরাজ্যেই মানুষ সাদরে গ্রহণ করছে সিনেমাটিকে।”

সোমবার সিনেমাটি মুক্তি পাচ্ছে মাল্টিপ্লেক্সগুলোতেও, ড্রামা সিনেমার ক্ষেত্রে যা একেবারেই ব্যঅতিক্রম। প্রযোজকরা আশা করছেন, সেখান থেকেও অন্তত দেড় কোটি ডলার ব্যবসা করবে সিনেমাটি।