ভারতে আটকে গেল ধর্মীয় গুরুর সিনেমা

সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় অবশেষে আটকে গেছে আলোচিত সিনেমা ‘এমএসজি: মেসেঞ্জার অফ গড’- এর প্রদর্শনী। রবিবার মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাচ্ছে না সিনেমাটি।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2015, 12:13 PM
Updated : 18 Jan 2015, 12:13 PM

ভারতের ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিংয়ের এই সিনেমাটি মুক্তিকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গেছে সেন্সর বোর্ডে। অন্ধ বিশ্বাস এবং কুসংস্কারকে সমর্থন করার অভিযোগ এনে সিনেমাটিকে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড।

কিন্তু ভারতের ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনালের মাধ্যমে ছাড়া পেয়ে যায় সিনেমাটি। এ ঘটনার পরপরই পদত্যাগ করে সেন্সর বোর্ডের প্রধান লিলা স্যামসনসহ নয় জন কর্মকর্তা। 

এদিকে শনিবার পাঞ্জাবে সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করে প্রাদেশিক সরকার। 

‘এমএসজি: মেসেঞ্জার অফ গড’- এ অভিনয় করেছেন স্বয়ং গুরমিত রাম রহিম সিং। এটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করেছেন তিনি, গেয়েছেন গানও। হরিয়ানা শহরে দেরা সাচা সাউদা নামে একটি দাতব্য সংগঠন চালান তিনি। ভারতজুড়ে রয়েছে তার অন্তত ৫ কোটি অনুসারী রয়েছে।

তবে ২০০১ সাল থেকে বেশ কয়েকবার তার বিরুদ্ধে খুন এবং ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।