শত কোটি ছাড়ালো ‘পিকে’র আয়

২০১৪ সালে একশো কোটি রূপি আয় করা নবম সিনেমাতে পরিণত হলো আমির খান অভিনীত নতুন সিনেমা ‘পিকে’। মুক্তির প্রথম দুই দিনে সিনেমাটি আয় করে ৯৫ কোটি রূপি আর সোমবারে আয় করে ২১ কোটি ২২ লাখ রূপি। ভারতে সিনেমাটির আয় এখন দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪৩ লাখ রূপি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2014, 01:30 PM
Updated : 23 Dec 2014, 02:55 PM

কর্মদিবস হওয়া সত্বেও সিনেমাটি সোমবারে খুব ভালো ব্যবসা করেছে। ছুটির মৌসুম না হলেও মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটির আয় উর্ধ্বমুখী।

চারদিনের আয়েই সিনেমাটি পেছনে ফেলে দিয়েছে এ বছরের চারটি সিনেমার মোট আয়কে। সিনেমাগুলো হচ্ছে - সালমান খানের ‘জয় হো’ (১১৬ কোটি রূপি), আক্শায় কুমার - সোনাক্শি সিনহার ‘হলিডে’ (১১২ কোটি ৪৫ লাখ রূপি), সিদ্ধার্থ মালহোত্রা-শ্রদ্ধা কাপুরের ‘এক ভিলেইন’ (১০৫ কোটি ৬২ লাখ রূপি) এবং অর্জুন কাপুর - আলিয়া ভাটের ‘টু স্টেটস’ (১০২ কোটি ১৩ লাখ রূপি)

এই মুহূর্তে ‘পিকে’ ২০১৪ সালের সর্বোচ্চ উপার্জনকারী চতুর্থ সিনেমা। তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছে যথাক্রমে, ‘কিক’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘ব্যাং ব্যাং’। মজার ব্যাপার হচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ এ বছর মুক্তি পাওয়া ২০০তম হিন্দি সিনেমা।

৮৫ কোটি রূপি বাজেটে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছে আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত এবং সঞ্জয় দত্ত।