‘ফুল বানে আঙ্গারে’র রিমেইকে মাল্লিকা

১৯৯১ সালের হিট সিনেমা ‘ফুল বানে আঙ্গারে’র রিমেইক হচ্ছে। আর সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মাল্লিকা শিরাওয়াত।

সেঁজুতি শোণিমা নদীআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2014, 08:57 AM
Updated : 23 Dec 2014, 10:25 AM

মূল সিনেমাটির পরিচালক কে সি বোকাদিয়া, রিমেইকও পরিচালনা করবেন। আর কেন্দ্রীয় চরিত্রে তিনি নিতে চান, তার নতুন সিনেমা ‘ডার্টি পলিটিকর্স’-এর অভিনেত্রী মাল্লিকাকে।

নারীকেন্দ্রিক এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন রেখা। তার বিপরীতে ছিলেন রজনিকান্ত। সিনেমায় এক নারীর স্বামীর হত্যা ও ধর্ষণের শিকার হওয়ার প্রতিশোধ নেওয়ার গল্প উঠে এসেছে। 

মাল্লিকাকে নিয়ে চলতি বছরে বোকাদিয়া নির্মাণ করেছেন ‘ডার্টি পলিটিক্স’ সিনেমাটি। সিনেমার পোস্টারে বিবসনা মাল্লিকার ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তোলা ছবি বিতর্কের ঝড় তুলেছিল। রবিবার সিনেমাটির ট্রেইলার উদ্বোধন করা হয়।

বোকাদিয়া এই রিমেইক সম্পর্কে বলেন, “আমি রেখাকে সঙ্গে নিয়ে ‘ফুল বানে আঙ্গারে’ তৈরি করেছিলাম। আশা করছি আবারও সিনেমাটি আমরা মাল্লিকা শিরাওয়াতকে নিয়ে তৈরি করবো। এটা হবে পূরোপুরি নায়িকাপ্রধাণ একটি সিনেমা।”