৭১ স্মরণে শিমুল মুস্তাফার আবৃত্তি অনুষ্ঠান

একাত্তরের চেতনায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার একক অনুষ্ঠান ‘আপস করিনি কখনই আমি, এই হলো ইতিহাস’।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 01:18 PM
Updated : 22 Dec 2014, 01:18 PM

বৃহস্পতিবার পঞ্চমবারের হতে যাওয়া একক আয়োজনে তৃতীয়বারের মতো একাত্তর স্মরণে ৭১টি কবিতা আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা।

অনুষ্ঠান সমন্বয়ক মাহমুদুল হাকিম তানভীর বলেন, “শিল্পী শিমুল মুস্তাফা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অত্যন্ত সোচ্চার। একাত্তর স্মরণে তিনি তৃতীয়বারের মতো ৭১টি কবিতা পাঠ করবেন।”

তানভীর আরও জানান, এর আগে অনুষ্ঠানটির দৈর্ঘ্য ছিল তিন থেকে চার ঘণ্টা।

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আবৃত্তি শুরু করবেন শিমুল মুস্তাফা।

শিমুল পাঠ করবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, শামসুর রেহমান, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ শামসুল হকসহ আরও অনেকের কবিতা।

২৫টি কবিতা পাঠ হলে ৭১টি ফাণুস উড়ানো হবে। এছাড়াও অনুষ্ঠানের মাঝেই ১৯৭১টি মোমবাতি প্রজ্বলন করা হবে ‘সবকটা জানালা খুলে দাওনা’ গানটির সঙ্গে। গানটি গাইবেন হাসান আবিদুর রেজা জুয়েল, মাহমুদুজ্জামান বাবু ও প্রিয়াংকা গোপ।