ছায়ানটে শুদ্ধসংগীত উৎসব

ছায়ানট তাদের ‘শুদ্ধসংগীত উৎসব’ আয়োজন করে থাকে প্রতি বছর পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার। সাত বছরের ধারাবাহিকতায় দুদিনের উৎসবটি মূলত শুদ্ধ বা শাস্ত্রসম্মত সংগীতচর্চাকারী ও সংগীতরসিকদের জন্য। 

চিন্তামন ‍তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 02:54 PM
Updated : 19 Dec 2014, 09:44 AM

উৎসবে অংশ নিচ্ছেন খায়রুল আনাম শাকিল, অসিত কুমার দে, আমিন আখতার সাদমানী, রেজোয়ান আলীসহ আরও অনেকে।

দলীয়ভাবে তালবাদ্য বাজিয়ে সাম্প্রতিক সময়ের আলোড়ন সৃষ্টিকারী তালবাদ্য চতুষ্টয় এনামুল হক ওমর, গৌতম সরকার, জাকির হোসেন, বিশ্বজিৎ নট্ট অংশ নিচ্ছেন এবারের উৎসবে।

এবারের উৎসবে ভারত থেকে আমন্ত্রিত শিল্পী হিসেবে আসছেন বেহালাবাজিয়ে অম্লান হালদার, কণ্ঠশিল্পী সুধীর হরিভাও পোটে, সরোদিয়া বিশ্বজিৎ রায়চৌধুরী।

সেতারশিল্পী এবাদুল হক সৈকত, নিশিত দে, বাঁশিশিল্পী মতুর্জা কবীর মুরাদ, কণ্ঠশিল্পী প্রিয়াংকা গোপ, সুস্মিতা দেবনাথ শুচিও আছেন উৎসবের শিল্পী হিসেবে।

আয়োজন সম্পর্কে ছায়ানটের নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য রহমান গ্লিটজকে বলেন, এবার আয়োজনে কোনো ভিন্নতা নেই। একইভাবে তিন অধিবেশনে শেষ হবে উৎসব।

তিনি বলেন, “উৎসবটি মূলত আয়োজন করা হয় নিবিষ্টভাবে ‘শুদ্ধ’ বা ‘শাস্ত্রসম্মত’ভাবে সংগীতচর্চাকারী ও শ্রোতাদের জন্য।”

উৎসবের প্রথম অধিবেশন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় ও তৃতীয় অধিবেশন শুক্রবার সকাল ৯টা ও সন্ধ্যা ৭টায়।

উৎসবের সূচনা হয় ২০০৭ সালে।