তাহসানের কনসার্ট: আসতে হবে শর্ত মেনে

তাহসানের ষষ্ঠ অ্যালবাম ‘উদ্দেশ্য নেই’ প্রকাশিত হয়েছে জুলাইয়ে। অ্যালবাম প্রকাশ উদযাপনে কনসার্ট ২৫শে ডিসেম্বর। তবে কনসার্টে আসার আগে ভক্তদের মানতে হবে একটি শর্ত।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 02:06 PM
Updated : 18 Dec 2014, 02:06 PM

কনসার্ট সম্পর্কে তথ্য জানানোর পাশাপাশি তাহসান তার ফেইসবুক অ্যাকাউন্টে লেখেন, “নতুন গানগুলো সব মুখস্থ করে আসতে হবে...”

বললেন, “আমার কিছু গান আছে কনসার্টে গাইতে শুরু করলে ভক্তদেরও গলা মিলিয়ে গাইতে দেখেছি। তাই মজা করার উদ্দেশ্যেই বলেছি কথাটা।”

পাশ্চাত্যে যে কোনো শিল্পী অ্যালবাম প্রকাশের আগে বা পরে নতুন গান শোনাতে কনসার্টে অংশ নেন। তাহসানেরও তেমনই পরিকল্পনা।

তিনি বলেন, “নতুন অ্যালবাম বের করেছি, বেশ সাড়াও পেয়েছি। এখন সেই গানগুলো নিয়ে শ্রোতাদের কাছে যেতে চাই। যার শুরুটা হচ্ছে ‘সেলিব্রেশন কনসার্ট’ থেকে।”

তাহসান তার বন্ধুদের নিয়ে ২৫শে ডিসেম্বর ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে আসছেন গান শোনাতে।

কনসার্টে অ্যালবামের দশটি গানই গাইবেন তাহসান। সঙ্গে বোনাস হিসেবে থাকবে তার পুরোনো ও জনপ্রিয় গানগুলো।

এর আগে তাহসান অংশ নিচ্ছেন ১৯শে ডিসেম্বর আয়োজিত কনসার্ট ফর কম্বল-এ।

তাহসান বছরখানেক আগে সিদ্ধান্ত নিয়েছিলেন, আর অ্যালবাম বের করবেন না। শ্রোতা-ভক্তদের উৎসাহ আর পৃষ্ঠপোষকদের আগ্রহে সে অবস্থান থেকে সরে আসতে হয় তাকে।

পাশাপাশি তাহসান আবারও প্রস্তুতি নেন একক অ্যালবাম প্রকাশের। জুলাইয়ের শেষ সপ্তাহে প্রকাশ করেন ‘উদ্দেশ্য নেই’ অ্যালবামটি।