'মা হলে ক্যারিয়ার গড়তে পারতাম না'

মার্কিন টিভি তারকা ওপরাহ উইনফ্রে সম্প্রতি বলেছেন, মা হতে চাইলে জীবনে এতো উন্নতি করতে পারতেন না তিনি ।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2014, 08:51 AM
Updated : 16 Dec 2014, 08:51 AM

সম্প্রতি 'বারবারা ওয়াল্টার্স প্রেজেন্টস: দ্য মোস্ট ফ্যাসিনেটিং পিপল অফ ২০১৪’-এ ওপরাহ বলেন, “আমার ক্যারিয়ার এবং জীবন এখন যে পযর্ায়ে আছে, সে পযর্ায়ে কখনোই পৌঁছাতো না ‍যদি আমি সন্তানের মা হতাম।”

মার্কিন গণমাধ্যমে তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ওপরাহ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের প্রথম সারির উপস্থাপক, অভিনেত্রী এবং প্রযোজক হিসেবে। টাইম ম্যাগাজিনের শত প্রভাবশালী ব্যক্তির তালিকায় ওপরের দিকেই থাকে তার নাম।

২০১১ সালে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থাতেই ওপরাহ সরে আসেন টক শো উপস্থাপনা থেকে। ৬০ বছর বয়সী ওপরাহ এখন তার নিজের টিভি চ্যানেল ওডব্লিউএন (ওপরাহ উইনফ্রে নেটওয়ার্ক)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা।

নিজের দীর্ঘদিনের সঙ্গী স্টেডম্যান গ্রাহামকে নিয়েও কথা বলেন তিনি। ওপরাহ বলেন, “আমাদের বয়স যতো বাড়ছে, ও ততোই আরও বেশি সহযোগিতাপূর্ণ হয়ে উঠছে। আগের যে কোনো সময়ের থেকে এখন ও আমার জীবনের অনেক বড় অংশে পরিণত হয়েছে।”