‘বাবা হওয়া নতুন ফোন কেনার মতো’

নবজাতকের বাবা হওয়ার অভিজ্ঞতার সঙ্গে নতুন সেলফোন কেনার অভিজ্ঞতার তুলনা করলেন মার্কিন অভিনেতা অ্যাশটন কুচার।

জেনিফার ডি প্যারিসআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2014, 09:26 AM
Updated : 14 Dec 2014, 09:26 AM

সম্প্রতি এলেন ডি জেনেরেসের অনুষ্ঠানে নতুন বাবা হওয়া কুচার বলেন, বাবা হওয়ার অভিজ্ঞতা অনেকটা নতুন সেলফোন কেনার মত। জিনিসটি হাতে পাবার আগ পর্যন্ত আপনি খুবই উত্তেজিত থাকেন, হাতে পেলে আপনার আনন্দের সীমা থাকে না। ধীরে ধীরে আপনি এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে শুরু করেন।

বাগদত্তা মিলা কিউনিস ও তার প্রথম সন্তান জন্ম নিয়েছে সম্প্রতি। ১০ সপ্তাহ বয়সী তাদের মেয়ের নাম ওয়াট।

কুচার জানান, তার মেয়ে খুব সহজেই শিখে নিচ্ছে পৃথিবীর রীতি নীতি।

তিনি বলেন, কয়েকদিন আগে আমার মেয়ে প্রথমবারের মত আয়নায় নিজেকে দেখে। একটু পরেই সে আবিষ্কার করে, নিজের আয়নায় যে ছবি যাচ্ছে তা সে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে, ব্যাপারটা খুব মজার ছিল।

মা হিসেবে কিউনিসের প্রশংসা করেন কুচার। জানান, তার ব্যস্ততার কারণে মেয়ের সঙ্গে পুরোটা সময় কাটাচ্ছেন কিউনিস।

বাবা হওয়ার অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে দারুণ ব্যাপারটি হল আমার সঙ্গিনী মিলা। তিনি আমার দেখা শ্রেষ্ঠ মা। আমি প্রতিদিন কাজে যাই, এসে দেখি আমার মেয়েকে নিয়ে খুব ভালো সময় কাটাচ্ছে সে। এমনকি কোনো সমস্যা হলেও কখনও অভিযোগ করে না মিলা।

৩৬ বছর বয়সী অভিনেতা আরও বলেন, শত ব্যস্ততার মধ্যেও সন্তানের দেখভালের জন্য কোনো বাড়তি লোক রাখতে চান না তারা। জানালেন, মেয়েকে নিজেরাই বড় করবেন।

কুচার বলেন, আমরা আমাদের মেয়ের স্বভাব সম্পর্কে পুরোপুরি জানতে চাই। যখন সে কাঁদবে, তখন যেন আমরা বুঝতে পারি সে কী চাচ্ছে। ওর সঙ্গে সময় কাটালেই তা সম্ভব।

২০১২ সাল থেকে প্রেম করছেন কুচার এবং কিউনিস। চলতি বছরের ফেব্রুয়ারিতে আংটি বদল করেন তারা।