বলিউড ২০১৪: তরুণদের দখলে বক্স-অফিস

মুম্বাই সিনেপাড়ায় খানদের রাজত্ব চলছে বহু দিন ধরেই।  কিন্তু 'এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান' - এ কথাটাই সত্যি হলো ২০১৪তে এসে। 

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2014, 11:52 AM
Updated : 7 Dec 2014, 12:47 PM

আলিয়া ভাট,শ্রদ্ধা কাপুর, টাইগার শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রার মতো নবীন শিল্পীরা বুঝিয়ে দিয়েছেন বক্স-অফিসের লাগাম এখন তাদের হাতেই। জেনে নেওয়া যাক ২০১৪ সালে সাফল্যের সোনার কাঠি হাতে এসে পড়েছে, এমন কিছু তারকার কথা। 

শ্রদ্ধা কাপুর

‘আশিকি টু’ মুক্তির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ২৫ বছর বয়সী অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। ২০১৪ সালটিও কেটেছে বেশ ভালো। এ বছর মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা। এর মধ্যে রোমান্টিক থ্রিলার ‘এক ভিলেইন’ বক্স-অফিসে বাজিমাত করেছে।

বছরের শেষের দিকে মুক্তি পাওয়া ‘হায়দার’ সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স-অফিসেও গড়েছে নিজের অবস্থান। বর্তমানে শ্রদ্ধা ব্যস্ত আছেন ড্যান্স ফিল্ম ‘এবিসিডি টু’র কাজে। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

সিদ্ধার্থ মালহোত্রা

২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর মাধ্যমে বলিউডে পা রাখার পর পুরো এক বছর পর্দায় দেখা যায়নি তাকে। বিশ্লেষকদের ধারণা, প্রথম সিনেমায় অর্জিত খ্যাতি বেশ মেপে মেপেই ব্যবহার করছেন এই অভিনেতা।

চলতি বছর ‘এক ভিলেইন’-এ অ্যান্টিহিরোর চরিত্রে অভিনয় করে দর্শককে তাক লাগিয়েছে দিয়েছেন, যোগ দিয়েছেন একশো কোটির ক্লাবেও। এর আগে মুক্তি পায় পারিনিতি চোপড়ার বিপরীতে ‘হাসি তো ফাসি’। রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটিও ভালোই ব্যবসা করে। 

২৯ বছর বয়সী সিদ্ধার্থ এখন কাজ করছেন আকশায় কুমারের সঙ্গে ‘ব্রাদারস’-এ, যা মুক্তি পাবে কারান জোহারের ব্যানারে।

আলিয়া ভাট

হালের সবচেয়ে কম বয়সী নায়িকা আলিয়া ২০১০ সালে যখন ক্যারিয়ার শুরু করেন তখন সবে ১৯-এ পা দিয়েছেন। প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর তিনিও এক বছর বিরতি দেন। চলতি বছরের শুরুতে ইমতিয়াজ আলির ‘হাইওয়ে’ সিনেমায় আলিয়ার অভিনয় দেখে সবাই নিশ্চিত হন, কোমর বেঁধেই কাজে নেমেছেন তিনি।

একই বছর মুক্তি পেয়েছে তার আরও দুটি সিনেমা, ‘টু স্টেটস’ এবং ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’। রোমান্টিক কমেডি ধাঁচের দুটি সিনেমাই দর্শকের মন জয় করেছে, যার প্রতিফলন দেখা গেছে বক্স-অফিসেও।

আলিয়ার হাতে এখন আছে আরেকটি রোমান্টিক কমেডি ‘শানদার’। এতে শাহিদ কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে। 

টাইগার শ্রফ এবং ক্রিতি শ্যানন

সাজিদ নাদিয়াদওয়ালার ‘হিরোপান্তি’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন দুজন। শুরুতেই গড়েন রেকর্ড। নবাগত দুজন নায়ক নায়িকার সিনেমায় প্রথম দিনে এতো বেশি আয় এখন পর্যন্ত দেখেনি বলিউড, প্রথম সপ্তাহে বেশি আয়ের রেকর্ডটিও গড়েছেন তারাই।

‘হিরোপান্তি’র সাফল্য ক্রিতিকে এনে দিয়েছে পরপর দুটি হিন্দি সিনেমার কাজ, যেগুলো মুক্তি পাবে আগামী বছরই। আকশায় কুমারের সঙ্গে ‘সিং ইজ ব্লিং’ এবং শাহিদ কাপুরের সঙ্গে ‘ফারজি’। অপরদিকে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাইগারও।

ভারুন ধাওয়ান    

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর ২০১৪ সালে ভারুন পর্দায় ফেরেন বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় নারগিস ফাখরি এবং ইলিয়ানা ডি ক্রুজের বিপরীতে। রোমান্টিক কমেডি ‘ম্যায় তেরা হিরো’ বেশ ভালোই ব্যবসা করে।

এরপর নিজের আলিয়ার সঙ্গে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তে জুটি বেঁধে আরও একবার বাজিমাত করেন ভারুন। 

২০১৫ সালের শুরুতেই ‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর ভূমিকায় দেখা যাবে ভারুনকে। মুক্তি পাবে অ্যাকশনধর্মী সিনেমা ‘বদলাপুর’। এছাড়া হাতে আছে শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘এবিসিডি টু’।

আদিত্য রয় কাপুর

বছরটা ভালো যায়নি ‘আশিকি টু’ খ্যাত অভিনেতার। কাজের বেলায় কমতি না থাকলেও দর্শকের মন ভোলাতে পারেনি তার সিনেমা ‘দাওয়াত-এ-ইশক’। আগামী বছর মুক্তির অপেক্ষায় আছে ‘ফিতুর’, ক্যাটরিনা কাইফের বিপরীতে এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এখন আদিত্য।