সবচেয়ে সফল সূচনার রেকর্ড 'হাঙ্গার গেইমস'-এর

চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছে জেনিফার লরেন্স অভিনীত ‘দ্য হাঙ্গার গেইমস: মকিংজে - পার্ট ওয়ান’। মুক্তির প্রথম দুই দিনেই সিনেমাটি আয় করে নিয়েছে ১২ কোটি ১৯ লাখ ডলার। এর মাধ্যমে এ বছর সবচেয়ে ব্যবসাসফল শুরুর রেকর্ড গড়েছে সিনেমাটি।

সেঁজুতি শোণিমা নদী বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 10:56 AM
Updated : 25 Nov 2014, 01:32 PM

এত দিন পর্যন্ত রেকর্ডটি ‘ট্রান্সফর্মার্স: এইজ অফ এক্সটিঙ্কশন’-এর দখলে ছিল। চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়া সিনেমাটির উদ্বোধনী আয় ছিল ১০ কোটি ডলার।

তবে, ‘হাঙ্গার গেইমস’ সিরিজের আগের পর্বগুলোর রেকর্ড ছাড়িয়ে যেতে পারেনি নতুন সিনেমাটি। ২০১২ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম সিনেমাটি শুরুর দুই দিনে আয় করেছিল ১৫ কোটির ওপরে। আর ২০১৩ সালে মুক্তি পাওয়া সিরিজের দ্বিতীয় সিনেমা ‘হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’-এর প্রথম দুই দিনের আয় ছিল ১৫ কোটি ৮ লাখ ডলার।

চলতি সপ্তাহে আয়ের তালিকায় ‘হাঙ্গার গেইমস’-এর পরেই আছে ডিজনির ‘বিগ হিরো সিক্স’। মুক্তির তৃতীয় সপ্তাহে সিনেমাটির আয় দুই কোটি এক লাখ ডলার। ওদিকে ক্রিস্টোফার নোলানের সাই-ফাই সিনেমা ‘ইন্টারস্টেলার’ আয় করেছে এক কোটি ৫৩ লাখ ডলার।

বক্স-অফিসে গত সপ্তাহের শীর্ষ আয়ের সিনেমা ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার টু’ নেমে এসেছে চতুর্থ স্থানে। এই সপ্তাহে সিনেমাটির আয় এক কোটি ৪ লাখ ডলার।