অর্ণবের ‘কলকাতা কলিং’

‘বেডরুম’-খ্যাত ভারতীয় পরিচালক মৈনাক ভৌমিকের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘কলকাতা কলিং’-এ সংগীতায়োজন করেছেন অর্ণব। সিনেমার বেশিরভাগ গানও তারই গাওয়া।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 10:44 AM
Updated : 25 Nov 2014, 10:44 AM

২১শে নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির জন্য ছয়টি গান তৈরি করেছেন অর্ণব। এরই মধ্যে ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘চাই’, রবীন্দ্রসংগীত ‘মেঘ বলেছে’ এবং লালনগীতি ‘চাতক পাখি’।

সিনেমায় তার কাজে প্রাধাণ্য পেয়েছে অ্যাক্যুস্টিক, ইলেট্রনিকা ফিল। সেই সঙ্গে লক্ষ্য করা গেছে ভয়েস এনহ্যান্সারের সর্বনিম্ন ব্যবহার।

এই সময় পত্রিকাকে মৈনাক বলেন, “ও যখন শান্তিনিকেতনে পড়ত, তখন ওর ঘরে পাখা বন্ধ করে আমরা গান রের্কডিং করতাম৷ ‘কলকাতা কলিং’য়েও সেরকম একটা ‘র’ ফিল আছে৷ ইচ্ছে করেই কোনো রকম পরিশীলিত পরত রাখতে চাইনি ছবির মিউজিকে।”

“আমি চেয়েছিলাম একটা ফিউশান ফিল, অ্যাক্যুস্টিকের সঙ্গে ইলেট্রনিকার অবাধ মিলমিশ৷ অর্ণবের একেবারে একটা নিজস্ব সাউন্ড ডিজাইনিং আছে৷ যেটার সঙ্গে ওর কণ্ঠস্বর অপূর্বভাবে মিলে যায়৷ সব মিলিয়ে একটা ইউনিক শব্দের সৃষ্টি হয়, সেটাই আনার চেষ্টা করেছি দুজনে।”

সিনেমাটিতে অভিনয় করেছেন, রিয়া সেন, রাইমা সেন, মুনমুন সেন, ঋত্বিক সেন, জুনে মালিয়া প্রমুখ।

ঢাকাই সিনেমায় অর্ণবের যাত্রায় ছেদ পড়লেও টালিগঞ্জে অভিযান চালু থাকবে ‘লড়াই’ সিনেমার মধ্য দিয়ে।