বাংলা শিখছেন দিপিকা

কলকাতার পটভূমিতে নির্মিত সিনেমা ‘পিকু’র জন্য বাংলা শিখছেন ভারতীয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোন।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 10:10 AM
Updated : 25 Nov 2014, 10:10 AM

ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বলছে, ‘পিকু’ নির্মাতা সুজিত সিরকারের কাছ থেকেই শুধু সাহায্য নিচ্ছেন না দিপিকা, বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জিও সাহায্য করছেন তাকে।

শুটিং সেট থেকে এক সূত্র বলছে, “সিনেমাটির শুটিং যতদিন কলকাতায় হয়েছে ততদিন মৌসুমিদির সঙ্গে বসে অনেকগুলো বাংলা শব্দ শিখেছেন দিপিকা।”

খবরটি নিশ্চিত করে দিপিকা বলেন, “আমি এর আগে তামিল, মারাঠি, গুজরাটি এবং গোয়ান হিসেবে অভিনয় করেছি। এবার বাঙ্গালি চরিত্রে অভিনয়ের পালা। নতুন একটি ভাষা শেখা খুবই মজার কাজ। বাংলা খুব সহজ এবং সুন্দর একটি ভাষা, আমার খুবই ভাল লাগছে।”

ড্রামা ধাঁচের সিনেমা ‘পিকু’ নির্মাণ করছেন ‘মাদ্রাজ ক্যাফে’ খ্যাত পরিচালক সুজিত সিরকার। এতে দিপিকার সঙ্গে আরও দেখা যাবে অমিতাভ বচ্চন এবং ইরফান খানকে, সঙ্গে থাকবেন মৌসুমি চ্যাটার্জি।

‘পিকু’র কাহিনি মূলত গড়ে উঠেছে বাবা এবং মেয়ের এক জুটিকে নিয়ে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের ৩০শে এপ্রিল।