মিমির আত্মবিশ্বাসী মেয়েরা

আফসানা মিমি পরিচালিত ‘ডলস হাউস’ ধারাবাহিকটির দ্বিতীয় সিজন প্রচারিত হতে যাচ্ছে খুব শিগগিরই। ‘সাতটি তারার তিমির’ নামে নাটকের এবারের গল্প এ প্রজন্মের সাত তরুণীকে নিয়ে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 01:22 PM
Updated : 25 Jan 2019, 07:06 PM

নাটকে সাত তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ, সানজিদা প্রীতি, মুমতাহিনা টয়া, স্বর্ণা, মৌটুসি বিশ্বাস, শর্মিমালা এবং জয়িতা মহলানবীশ।

নাটকটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শর্মীমালা বলেন, “আমাদের সবসময় মাথায় থাকে আমরা কাজ করছি আফসানা মিমির প্রোডাকশনে। তার মতো নিখুঁত কাজের লোক খুব কমই আছে মিডিয়াতে। তিনি আমাদের নিয়ে কাজ শুরুর আগে সে রকমভাবেই প্রস্তুত করেছেন।”

জয়িতা মহলানবীস বলেন, “প্রত্যেকটি চরিত্রে অভিনয়ের আগে আলাদা করে প্রস্তুতি নেওয়া আমার অভ্যাসে পরিণত হয়েছে এতদিনে।”

 

টয়া জানান, মূল শুটিংয়ের আগে তাদের নিয়ে মহড়া করেন পরিচালক। এছাড়া পোশাক-পরিচ্ছদের ব্যাপারেও নির্দেশনা পেয়েছেন তারা।

‘সাতটি তারার তিমির’ সম্পর্কে মিমি গ্লিটজকে বলেন, “এই সময়ের সাত তরুণী, তাদের জীবন-যাপন, সংকট, সম্ভাবনা, ব্যাক্তিজীবনের গল্প নিয়ে সাতটি তারার তিমির।”

নজরুল ইসলামের লেখা চিত্রনাট্য একেবারেই মৌলিক বলে জানালেন মিমি।

ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন মিরানা জামান, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, সুবর্ণা মুস্তাফা, আল মামুন, ফ্লোরা সরকার, ইন্তেখাব দিনার, বন্যা মির্জা, পিকলু বকসী, মাহফুজ রিজভিসহ আরও অনেকে।

৫০০ পর্বের এই ধারাবাহিকে পরবর্তীতে আরও নতুন মুখদের দেখা যাবে।

 

'ডলস হাউস' নাটকটির প্রথম সিজন হেনরিক ইবসেনের একই নামের নাটক অবলম্বনে নির্মিত হয়। এতে নয় বন্ধুর ভুমিকায় অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, সাবেরী আলম, ত্রপা মজুমদার, মিতা চৌধুরী, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, ফারহানা মিঠু ও বিজরী বরকতউল্লাহ।

২০০৯ সালে প্রচার শেষ হওয়া ‘ডলস হাউস’-এর সহ-পরিচালক ছিলেন বদরুল আনাম সৌদ। এবারের ধারাবাহিকটিতে সহ-পরিচালকের ভূমিকায় আছেন রাকেশ বসু।

রাকেশ জানান, ২৯শে নভেম্বর থেকে সপ্তাহে ৪ দিন, শনিবার থেকে মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে। পরবর্তীতে প্রচারের সময় আরও একদিন বাড়বে বলেও জানান তিনি।

ছবি: গ্রিন স্ক্রিন