গোয়া চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ‘জালালের গল্প’

ভারতে হতে যাওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৪৫তম আসরে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘জালালের গল্প’।

বিনোদন প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 10:21 AM
Updated : 20 Nov 2014, 06:00 AM

সিনেমাটির নির্মাতা আবু শাহেদ ইমন গ্লিটজকে জানান, ‘জালালের গল্প’ সিনেমাটি উৎসবে আ উইন্ডো অন সাউথ এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শিত হবে। এ বছর থেকে শুরু হওয়া এই বিভাগে সার্কভুক্ত আটটি দেশের আটটি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

আইএফএফআই শুরু হবে বৃহস্পতিবার, চলবে ৩০শে নভেম্বর অবধি।

ইমন বলেন, “আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের সুযোগ পেয়ে আমরা আনন্দিত। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি। চলচ্চিত্রে আবার সুদিন ফিরবে। বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে বলব, আমরাও পিছিয়ে নেই।”

ইমন জানান, ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে মুক্তি দেওয়া হবে।

‘জালালের গল্প’ সিনেমায় জালালের ভূমিকায় অভিনয় করেছে আরাফাত রহমান এবং মোহাম্মদ ইমন। আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকির আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালী দাস, ফজলুল হক, আহমেদ গিয়াসসহ অনেকে।

সিনেমাটি  চলতি বছর বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড পেয়েছে এবং উৎসবটির মূল প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টসে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অংশ নিয়েছে।