সমকামীদের জন্য ফেরেলের লড়াই

নিজের দেশ আয়ারল্যান্ডে সমিলঙ্গ বিয়ের পক্ষে সমর্থন চেয়েছেন অভিনেতা কলিন ফেরেল।

জেনিফার ডি প্যারিসআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 10:32 AM
Updated : 19 Nov 2014, 09:21 AM

সম্প্রতি আইরিশ পত্রিকা সানডে ওয়ার্ল্ডে একটি খোলা চিঠি লেখেন ফেরেল। এই চিঠিতে নিজের বড় ভাই এমন ফেরেলের  কথা বলেন তিনি যাকে সমকামি হওয়ার কারণে ছোটবেলা থেকেই সামাজিকভাবে হেয় হতে হয়েছে।

ফেরেল অভিযোগ করে বলেন, তার ভাই নিজের দেশে ভালোবাসার মানুষকে বিয়ে করার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। 

চিঠিতে ফেরেল লেখেন, “আমার বড় ভাই এমন নিজের ইচ্ছায় সমকামী হয়নি। সে অবশ্য নিজের ইচ্ছায় চোখে আইলাইনার লাগিয়ে স্কুলে গিয়েছে। স্কুলের পাণ্ডাদের হাতে তাকে যেভাবে লাঞ্ছনার শিকার হতে হতো, তাতে করে সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হয়তো হয়নি।”

“কিন্তু আমার ভাই সবসময় নিজেকে নিয়ে গর্বিত ছিলেন। গর্বিত, একগুঁয়ে এবং অবশ্যই উস্কানিমূলক।"

ফেরেল জানান, আয়ারল্যান্ডে সমকামীদের বিয়ের বৈধতা না থাকায় কানাডায় গিয়ে প্রেমিককে বিয়ে করতে হয় তার ভাইকে।

“এই জন্যই সমলিঙ্গ বিয়ের বিষয়টি আমার জন্য ব্যক্তিগত। আমার ভাইকে নিজের বিয়ের স্বপ্ন সত্যি করতে নিজের দেশ ছাড়তে হয়েছে এই বিষয়টি আমার কাছে পুরোপুরি পাগলামি মনে হয়।”

দীর্ঘদিন ধরেই সমলিঙ্গ বিয়েকে বৈধতা দেওয়ার ব্যাপারে আয়ারল্যান্ড সরকারকে চাপের মুখোমুখি হতে হচ্ছে। আগামী বসন্তে ভোটাভুটির মাধ্যমে এ বিষয়ে নতুন আইন পাশ হবে।