শিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফিরেছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত শিমলা। তবে নাচে-গানে ভরপুর ধুম ধাড়াক্কা সিনেমায় নয় 'নিষিদ্ধ প্রেমের গল্প' নিয়ে ফিরছেন তিনি। সিনেমায় তাকে দেখা যাবে কলেজপড়ুয়া এক তরুণের প্রেমিকার ভূমিকায়।

বিনোদন প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2014, 12:27 PM
Updated : 15 Nov 2014, 12:27 PM

অসম বয়সী দুই প্রেমিকা-প্রেমিকার কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন নবীন নাট্যনির্মাতা রুবেল আনুশ।

সিনেমাতে শিমলা অভিনয় করছেন বিদেশফেরত ফ্যাশন ডিজাইনার মারিয়ার চরিত্রে। তার বিপরীতে কলেজছাত্র নিশোর ভূমিকায় দেখা যাবে ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত মামুনকে।

সিনেমাটি নিয়ে গ্লিটজের সঙ্গে কথা বলেন অভিনেত্রী শিমলা। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাগুলো বরাবরই বিতর্কের জন্ম দিয়েছেন। উদাহারণ হিসেকে বলা যেতে পারে ভারতীয় সিনেমা 'এক ছোটি সি লাভ স্টোরি' এবং 'নিশাব্দ'-এর কথা। তবে শিমলা মনে করেন বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই।

“সিনেমাতে এমন কোনো দৃশ্য নেই যাতে বিতর্ক তৈরি হতে পারে। আমিও দর্শকের কথা মাথায় রাখি। এমন কোনো গল্পে কেন কাজ করবো, যা দর্শক গ্রহণ করবে না। তারপরও বিতর্ক হতেই পারে। আর নায়িকার কাজ নিয়ে তো আলোচনা- সমালোচনা হতেই পারে। এসব যদি নাই হলো, তবে কিসের নায়িকা আমি!”

সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েচে বলে জানান পরিচালক আনুশ। বললেন, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণে উদ্যোগী হয়েছেন তিনি।

“আমাদের দেশে তরুণ প্রজন্মের গল্প নিয়ে সিনেমা নির্মিত হয় না। তাদের বয়ঃসন্ধিকালীন নানা ইস্যু নিয়ে সিনেমা নির্মিত হতে পারে। আমি সিনেমাতে এক কলেজপড়ুয়া তরুণের প্রেমে পড়ার গল্প বলতে চেয়েছি। সিনেমাতে যৌনতা নয়, তরুণ-তরুণীদের নানা সমস্যার কথা বলতে চেয়েছি। কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের জন্যই মূলত সিনেমাটি নির্মাণ করছি আমি।”

সিনেমার গল্প, চিত্রনাট্য ও গানগুলো লিখেছেন আনুশ নিজেই। আবিদ রণির সংগীতায়োজনে সিনেমাটিতে থাকছে পাঁচটি গান।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াৎ, শিমুল খান, মুসা, বাপ্পি, টুটুল চৌধুরী, পুলক হায়দার, শিশির আহামেদ, লাবণী, আফরিন, সাদিয়া, বাদল, মাকসুদুল হক ইমুসহ অনেকে।

ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ম্যাডাম ফুলি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিমলা এক পর্যায়ে হারিয়েই গিয়েছিলেন ঢাকাই সিনেমার পর্দা থেকে। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ এবং ‘রূপগাওয়াল’ সিনেমা দুটির মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন তিনি।

শিমলা জানালেন, দুটি নতুন সিনেমার ব্যাপারে কথাবার্তা চলছে। তবে চুক্তিপত্রে স্বাক্ষর করেননি বলে এখনই কিছু বলতে চাননা। ভারতীয় সিনেমা ‘সমাধি’ নিয়েও কিছু বলতে চাননি তিনি। ‘সমাধি’ সিনেমাতে শিমলা অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা গোবিন্দর বিপরীতে।