অমিতাভ-ফারহানের যুগলবন্দি

প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং ফারহান আখতার। ‘ওয়াজির’ নামের সিনেমায় দেখা যাবে হিন্দি সিনেমার দুই প্রজন্মের দুই কৃতী অভিনেতাকে।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 10:21 AM
Updated : 29 Oct 2014, 10:21 AM

ড্রামা ধাঁচের ‘ওয়াজির’-এ পক্ষাঘাতগ্রস্ত এক দাবাড়ু গ্র্যান্ডমাস্টারেরর ভূমিকায় দেখা যাবে অমিতাভকে আর ফারহান অভিনয় করছেন একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায়। অ্যান্টি টেররিজম স্কোয়াডের এই কর্মকর্তা একজন স্থবির দাবাড়ুর সঙ্গে কি ছক কষবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন। সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অদিতি রাও হায়দারি।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভিধু ভিনোদ চোপড়া, পরিচালক রাজ কুমার হিরানির সঙ্গে মিলে এটি প্রযোজনাও করেছেন তিনি।

লেখক অভিজাত জোশির সঙ্গে মিলে চিত্রনাট্য লেখেন ভিধু ভিনোদ চোপড়া, সাহায্য করেছেন হিরানিও। সম্প্রতি এর চিত্রনাট্যে খানিকটা পরিবর্তন এনেছেন হিরানি, যে কারণে কাহিনীর শেষাংশে নতুন চমক যুক্ত হয়েছে। সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘দো’, সম্প্রতি নাম পরিবর্তন করে ‘ওয়াজির’ রাখা হয়।

এখনও নির্ধারিত হয়নি সিনেমাটির মুক্তির তারিখ।