বনোর চশমা রহস্য

আইরিশ রকব্যান্ড ইউটুর গায়ক বনোকে সব সময়ই রোদচশমা পড়া অবস্থায় দেখেছে বিশ্ববাসী। কিন্তু এতদিন পর্যন্ত কেউই জানতো না গত বিশ বছর ধরে চোখের রোগ গ্লুকোমায় ভুগছেন তিনি।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 09:59 AM
Updated : 20 Oct 2014, 09:59 AM

বনোর সানগ্লাস পড়ার অভ্যাসকে অনেকেই তার নিজস্ব স্টাইল হিসেবে ধরে নিয়েছিল। ২৭ বছরের ক্যারিয়ারে ক্যামেরার সামনে কখনোই চশমা ছাড়া দেখা যায়নি ইউটুর এই ফ্রন্টম্যানকে। অবশেষে বনো জানালেন, ফ্যাশন নয় বরং চোখের রোগে আক্রান্ত তিনি।

ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইল বলছে, প্রায় দুই দশক ধরে এই সমস্যায় ভুগেছেন বনো।

গ্লুকোমা এমন একটি রোগ, যথাযথ চিকিৎসা না করলে যার পরিণতি হতে পারে অন্ধত্ব।  গ্লুকোমার কারণে চোখ স্বাভাবিক আলো সহ্য করতে পারে না, তাই এই রোগে আক্রান্তদের কালো চশমা পড়ে থাকতে হয়।

বিবিসি ওয়ানে প্রচারিত অনুষ্ঠান গ্রাহাম নরটন শোতে প্রথমবারের মত এই কথা জানান বনো। একান্ত সাক্ষাৎকারে বনো আরও জানান, ভক্তদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এখনও চিকিৎসা করাচ্ছেন তিনি, খুব শিগগিরই ভাল হয়ে যাবেন বলে আশা করছেন।