আবার পর্দায় হ্যারি পটারের জাদুর দুনিয়া

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। লেখক যে কে রাওলিং নিজেই জানালেন পর্দায় আরও একবার দেখা যাবে হ্যারি পটারের সেই জাদুর দুনিয়া। তবে মূল ‘হ্যারি পটার’ সিরিজ নয় বরং সিরিজটির স্পিন-অফ উপন্যাস ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম’ থেকে তৈরি হবে তিনটি সিনেমা।

জেনিফার ডি প্যারিসআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 11:07 AM
Updated : 18 Oct 2014, 11:07 AM

অবশ্য এই নতুন সিরিজকে হ্যারি পটার সিরিজের সিকুয়াল কিংবা প্রিকুয়াল বলতে চান না রাওলিং। জানালেন, এটি হ্যারির জীবনের কাহিনি নয়।

পর পর চারটি ‘হ্যারি পটার’ ফিল্ম সফলভাবে নির্মাণের পর এবারের সিরিজ পরিচালনার দায়িত্ব পড়েছে ডেভিড ইয়েটসের কাঁধে।

হ্যারির যাদু শেখার স্কুল হগওয়ার্টসে যে বইগুলো পড়ানো হতো সেগুলোতে যেসব যাদুকরী প্রাণী এবং চরিত্রের কথা বলা হয়েছে সেগুলো নিয়েই হবে এবারের সিরিজ।

সিনেমার কাহিনি হবে ১৯২০ সালের গোড়ার দিকের আর মূল নায়ক হিসেবে থাকবেন ‘ম্যাজিজোলজিস্ট’ নিউটন স্ক্যামান্ডার যার নাম এর আগে বেশ কয়েকবার উঠে এসেছে হ্যারি পটারের কাহিনিতে।

এই সিরিজের তিনটি সিনেমা মুক্তি পাবে যথাক্রমে ২০১৬, ২০১৮ এবং ২০২০ সালে।