গায়ক এবার পরিচালক

পশ্চিমবঙ্গের ব্যান্ড চন্দ্রবিন্দুর সদস্য অনিন্দ্য চট্টোপাধ্যায় অভিনয় করছেন দীর্ঘদিন ধরে। গীতিকার হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী এবার নেমেছেন চলচ্চিত্র নির্মাণে। 

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2014, 09:15 AM
Updated : 10 Oct 2014, 09:15 AM

ব্যান্ডের সঙ্গে সম্প্রতি ঢাকায় এসেছেন অনিন্দ্য। দেশ টিভির লাইভ অনুরোধের গানের অনুষ্ঠান ‘কল-এর গান’-এ তার ব্যান্ডের পরিবেশনা রয়েছে বুধবার রাত দশটায়।

অনিন্দ্য গ্লিটজকে জানালেন, তার পরিচালিত ‘ওপেনটি বায়োস্কোপ’ নামের চলচ্চিত্রটি আগামী বছরের জানুয়ারিতেই মুক্তি পাবে।

তিনি বলেন, “সিনেমার মিউজিক ডিরেকশন দিচ্ছে আমার ব্যান্ড মেইট উপল সেনগুপ্ত। সিনেমার গান নিয়ে যে অ্যালবাম তৈরি হচ্ছে, সেটায় কিন্তু পুরোনো চন্দ্রবিন্দুর মেজাজটা পাওয়া যাবে।”

ছবি: নয়ন কুমার/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

উত্তর কলকাতার পাড়ার এক কিশোরকে ঘিরে সিনেমার কাহিনি এগিয়েছে বলে জানালেন অনিন্দ্য।

সিনেমার কাজ করতে গিয়ে ব্যান্ডের অ্যালবামের জন্য সময় বের করা সম্ভব হয়নি। তবে সিনেমা মুক্তির পর আগামী বছরই ব্যান্ডের দশম অ্যালবামের কাজ শুরু হবে বলেও জানালেন এই শিল্পী।

“২০১৫ সালের মধ্যে অবশ্যই দশম অ্যালবামে বের করবো এবং এ নিয়ে আমরা এক্সাইটেড।”

১৯৮৯ সালের প্রতিষ্ঠিত হয় ব্যান্ড চন্দ্রবিন্দু। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য অনিন্দ্য ‘জাতিস্মর’, ‘সত্যান্বেষী’, ‘শুভ মহরত’ সিনেমায় অভিনয় করেছেন। বেশ কিছু সিনেমার গানও লিখেছেন। রোববার নামে কলকাতাভিত্তিক একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করছেন আট বছর ধরে।