যখন হৃতিককে চিনলো না কেউ

সুপারহিরোদেরও মাঝে মাঝে পরিস্থিতির কাছে হার মানতে হয়। শুটিং শেষে রাতবিরাতে যদি গাড়ি নষ্ট হয়ে যায়, তখন বাড়ি ফেরার কি উপায়?

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 11:09 AM
Updated : 28 Sept 2014, 11:09 AM

পর্দায় তিনি সুপারহিরো হলেও বাস্তব জীবনে উড়ে বেড়ানোর ক্ষমতা নেই অভিনেতা হৃতিক রোশানের। আর তাই মাঝরাতে শুটিং শেষে বাড়ি ফেরার সময় যখন তার গাড়িটি নষ্ট হয়ে গেল, তখন তিনি বাধ্য হয়ে চড়লেন অটো-রিকশায়। 

২৭শে সেপ্টেম্বর রাতে মুম্বাইয়ের ফিল্ম সিটি থেকে জুহুতে অবস্থিত নিজের বাড়িতে রওনা দেয়ার সময় হৃতিক দেখেন, তার গাড়ির চাকার হাওয়া চলে গেছে। ভারতীয় দৈনিক মুম্বাই মিরর বলছে, রাত তিনটায় যখন হন্যে হয়ে গাড়ি সারাইয়ের কারিগর খুঁজছে তার দেহরক্ষী, তখন দেরি না করে এক অটোতে চড়ে বসেন হৃতিক।

ঘটনাটি নিশ্চিত করে হৃতিক জানান, "আমি আসলে মুম্বাই শহরকে খুবই ভালবাসি। আমার যখন গাড়ি নষ্ট হল, তখন রাত তিনটা বাজে। কিন্তু মাত্র এক মিনিটের মধ্যেই আমি একটি অটো-রিকশা খুঁজে পাই। তাই বাড়ি ফিরতে দেরি হয়নি।"

হৃতিক জানান, প্রায় দশ বছর পর অটোতে চড়ার অভিজ্ঞতা হল তার। মনে পড়ে গেছে সেই কলেজ জীবনের কথা, যখন তার জীবন ছিল আর দশটা মানুষের মতোই। 

হেসে ফেলে হৃতিক বলেন,"তবে সবচেয়ে মজার ব্যাপার হল, রাতের অন্ধকারে অটোচালক আমাকে চিনতে পারেননি।"

অটোতে চড়ে অবশ্য সেলফি তুলতে ভোলেননি 'কৃশ' খ্যাত এই অভিনেতা। ছবিটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।