'বাংলাদেশ ও ভারতকে আলাদা ভাবতে পারি না'

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পী রূপঙ্কর বাগচীর বাংলা গানের অ্যালবাম।

চিন্তামন ‍তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2014, 04:40 PM
Updated : 25 Sept 2014, 04:40 PM

রূপঙ্কর বলেন, “বাংলাদেশ ও ভারত দুটি আলাদা দেশ এটা আমি ভাবতেই পারি না! আলাদা আলাদা থাকলেও দুই দেশের মধ্যে অভূতপূর্ব একটা সম্পর্ক আছে। সেই ভালোবাসা থেকেই এক দেশের গীতিকার এবং আরেক দেশের শিল্পী-সুরকারের এই যৌথ প্রয়াস। আমার বিশ্বাস দুই বাংলার শ্রোতারাই গানগুলো পছন্দ করবেন।”

সাত গানের সংকলন ‘বেঁচে থাকার জন্য...’র সংগীতায়োজন করেছেন ইন্দ্রজিৎ দে, সুর করেছেন শিল্পী নিজেই। অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন বাংলাদেশের জুলফিকার রাসেল।

গীতিকার রাসেল বলেন, “তার একটি অ্যালবামের সবগুলো গান লিখব কখনো ভাবিনি। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত!”

অ্যালবামের ছয়টি গান রুপঙ্করের একার গাওয়া। ‘এক জোনাকী, দুই জোনাকী’ গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জিসান জাফরিন।

জিরোনা বাংলাদেশ জানিয়েছে, সিডির পাশাপাশি বিশ্বের ২৫০টি দেশের ৭৫০টি পোর্টালে গানগুলো পাওয়া যাবে।

অ্যালবামটি একই সঙ্গে কলকাতায় প্রকাশিত হচ্ছে জিরোনা এন্টারটেইনমেন্টের ব্যানারে।

‘গভীরে যাও’, ‘আজ শ্রাবণে’, ‘ও চাঁদ’, ‘প্রিয়তমা’ গানগুলোর জন্য পরিচিত রূপঙ্কর। ‘জাতিস্মর’ সিনেমায় ‘এ তুমি কেমন তুমি’ গানটি গেয়ে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন সম্প্রতি।