হিন্দিতে রবীন্দ্রসংগীত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান হিন্দিতে অনুবাদ করতে যাচ্ছেন কবি ও গীতিকার গুলজার।

সেঁজুতি শোণিমা নদীআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 01:01 PM
Updated : 16 Sept 2014, 01:01 PM

হিন্দিতে রবীন্দ্রসংগীত প্রকাশের উদ্যোগটি গ্রহণ করেছে ভারতের অন্যতম সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সারেগামা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সানজিভ গোয়েঙ্কা জানান, গানগুলোতে কণ্ঠ দেবেন শ্রেয়া ঘোষাল এবং শান।

সোমবার বাংলা গানের অ্যালবাম ‘পঞ্চম তুমি কোথায়’-এর প্রকাশনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন সানজিভ। তিনি বলেন, “গুলজার গানগুলোকে হিন্দিতে রূপান্তরিত করবেন। এর সঙ্গে আমরা রবীন্দ্রসংগীতের একটি এনসাইক্লোপিডিয়াও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। দুই হাজারেরও বেশি গান ১০টি সিডির আকারে প্রকাশ করা হবে।”

পাঁচ দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার জন্য গান লিখে চলেছেন গুলজার। সংগীত পরিচালক শচীন দেব বর্মনের জন্য ‘বন্দিনি’ সিনেমায় প্রথম গান লেখেন তিনি। সাম্প্রতিক সময়ে এ আর রহমানের সঙ্গে তার কাজগুলো শ্রোতা ও সমালোচকনন্দিত হয়েছে। ‘স্লামডগ মিলিওনেয়ার’ সিনেমায় ‘জয় হো’ গানটির গীতিকার হিসেবে অস্কার ও গ্র্যামি জেতেন তিনি। এছাড়াও একাধিক ফিল্মফেয়ার ও ভারতের জাতীয় পুরস্কার জিতেছেন।