রিংকু, সহজ মার ‘ভাবনগর’

একটি মৌলিক গানসহ নয়টি বাউল আঙ্গিকের গানের অ্যালবাম ‘ভাবনগর’ প্রকাশিত হয়েছেন সম্প্রতি। অ্যালবামের শিল্পী মশিউর রহমান রিংকু ও সহজ মা।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 10:06 AM
Updated : 15 Sept 2014, 10:06 AM

লালন শাহ-এর ‘দিল দরিয়া’, ‘আল্লাহ বলো মন পাখি’, প্রচলিত ‘বকুল ফুলের মালা’, অতনু তিয়াসের লেখা ‘ভোমরা’সহ অ্যালবামের পাঁচটি গান গেয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত রিংকু।

রিংকু গ্লিটজকে বলেন, “এপার বাংলা, ওপার বাংলা-দুদেশেই বাউল গানের চর্চা হয়। তবে ওপার বাংলার বাউল গানে কৃত্তিমতা থেকেই যায়। যে কারণে এপার বাংলার খাঁটি বাউল সুরকে ওপার বাংলায় পৌছে দিতে চেয়েছি আমি।”

‘ভাবনগর’ অ্যালবামটি প্রকাশ করেছে কলকাতা ও ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান জিরোনা এন্টারটেইনমেন্ট।

অ্যালবামের অন্য শিল্পী সহজ মা, কলকাতাকেন্দ্রীক বাউলশিল্পী। তিনি বেশ কয়েকটি টিভি সিরিয়াল, সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন।

রিংকু বললেন, “ওপার বাংলার সহজ মা আমার পছন্দের শিল্পী। আমার সৌভাগ্য, তার সঙ্গে কাজ করতে পেরেছি আমি।”

রিংকু জানান, ‘অডিও বাজার খারাপ’ হওয়ার কারণে নতুন অ্যালবামটি নিয়ে দেশে তেমন সাড়া পাওয়া যায়নি। তবে কলকাতা থেকে সুখবর পাচ্ছেন তিনি।

তার নবম একক অ্যালবাম ‘অনুরাগের মানুষ’ প্রকাশিত হয়েছে এ বছরের জানুয়ারি মাসে।

রিংকু লালনের গান নিয়ে বড়সড় একটি সংকলন তৈরি করার ঘোষণা দিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। জানালেন সংকলনটি তৈরির জন্য আরও সময় নেবেন তিনি। অ্যালবামটিও ঢাকা, কলকাতায় একসঙ্গে প্রকাশিত হবে।